বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
ছবি : সংগৃহীত
ট্রাম্প প্রশাসনের সময় “নো ব্ল্যাঙ্ক স্পেস” নীতির অজুহাত দিয়ে বাতিল করা ৬০ হাজারের বেশি এসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন পুনরায় বিবেচনা করা হবে বলে জানা গেছে। যাদের আবেদন বাতিল করা হয়েছিল তারা ২০২২ সালের ২০ জুলাই তারিখের মধ্যে তাদের পুরনো আবেদনের তারিখ উল্লেখ করেই পুনরায় আবেদন করতে পারবেন। যেসব অজুহাতে আবেদন বাতিল করা হয়েছিল সেগুলো ছিল অতি ঠুনকো; যেমন কোনো এসাইলাম আবেদনকারী যদি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে ‘আই-৫৮৯ ফরমে’ নির্দিষ্ট স্থানে প্রশ্নের উত্তরে স্বামী বা স্ত্রীর নামের জায়গায় “এন/এ (ঘ/অ) অর্থ্যাৎ ‘নট অ্যাপ্লিকেবল’ বা ‘প্রযোজ্য নয়’ না লেখার কারণে বহু আবেদন বাতিল করা হয়েছে। ইমিগ্রেশন ও ইমিগ্রান্ট বিরোধী ট্রাম্প প্রশাসন রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে কঠোর বাছাই প্রক্রিয়া শুরু করায় ইমিগ্রেশন এটর্নি ও প্রবক্তারা অভিযোগ করতে শুরু করেন যে, আই-৫৮৯ এর অপ্রয়োজনীয় বা অসঙ্গতিপূর্ণ প্রশ্নের উত্তর, যা আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে ‘এন/এ’ রা লিখার কারণে পুরো আবেদনের বৈধতা বাতিল হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আবেদনকারী তার মৌলিক তথ্যগুলো সঠিকভাবে পরিবেশন করেছেন কিনা, সেটিই বিবেচ্য বিষয়।
এমনও দেখা গেছে যে কিছু এসাইলাম প্রার্থী তাদের ভাইবোনদের নামের ঘরে হয়তো দু’জন বা তিন জনের নাম উল্লেখ করেছেন এবং এরপরেও যে ফাঁকা ঘরগুলো থাকে সেগুলোতে “ঘ/অ” লিখেননি, অর্থ্যাৎ তাদের আর ভাইবোন নেই। কিন্তু এ কারণে তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে। অনেক স্প্যানিশ ভাষাভাষী অনেক আবেদনকারীর আবেদন বাতিল করা হয়েছে, তারা ইংরেজিতে নাম লেখার পর প্রত্যেকের মাতৃভাষায় নাম লেখার ঘরে নাম না লেখার কারণে।
এ ধরনের ছোটখাট কারণে আবেদনপত্র বাতিল করার বিরুদ্ধে এবং বাতিলকৃত আবেদনপত্রসমূহ পুনরায় বিবেচনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়ে ২০২০ সালের নভেম্বর মাসে নর্থওয়েষ্ট ইমিগ্রান্ট রাইটস প্রজেক্ট একটি মামলা দায়ের করে। মামলার আরজিতে আই ৫৮৯ আবেদন বিবেচনার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের গৃহীত নীতি পরিবর্তন ও আমলাতান্ত্রিক অজুহাতে মানবাধিকার অগ্রাহ্য করার বিষয়টি সংশোধনের ব্যবস্থার জন্যও অনুরোধ জানানো হয়। গত জুলাই মাসে একজন ফেডারেল জজ এ মামলার নিস্পত্তি অনুমোদন করেছেন। এ সমঝোতায় ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস মেনে নিয়েছে যে যাদের এসাইলাম আবেদন বাতিল হয়েছে তারা ২০২২ সালের জুলাই মাসের মধ্যে পুনরায় আবেদন করতে পারবেন এবং ইতিপূর্বে তারা যে সময় আবেদন করেছিলেন, নতুন আবেদনপত্রে সেই পেছনের তারিখ উল্লেখ করতে পারবেন। ইউএসসিআইএস জানিয়েছে যে যারা পুনরায় আবেদন করা যোগ্য তাদেরকে তা জানিয়ে দেয়া হবে। নর্থওয়েষ্ট ইমিগ্রান্ট রাইটস প্রজেক্ট এর লিগ্যাল ডাইরেক্টর ম্যাট অ্যাডামস বলেছেন, এটি ছিল সাবেক প্রশাসনের অত্যন্ত আপত্তিকর নীতি, যার মধ্য দিয়ে সাবেক প্রশাসন দুর্যাগের মধ্যে পতিত মানুষের কল্যাণে কংগ্রেস অনুমোদিত মানবাধিকার সুবিধায় বাধা সৃষ্টির উদ্যোগ। এতে সুস্পষ্ট হয়ে যায় যে ট্রাম্প প্রশাসন আইনের প্রতি কিভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।
Posted ৭:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh