বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, নিউইয়র্ক সিটির ভবিষ্যৎ নির্ভর করে সিটিতে বসবাসকারী তরুণদের বিকাশ ও তাদের মাঝে যে অমিত সম্ভাবনা রয়েছে তা জাগিয়ে তোলা এবং একটি পরিবর্তনশীল অর্থনীতিতে তাদের প্রতিভা বিকাশে সাহায্য করার ওপর। তিনি তার সাপ্তাহিক মতামত নিবন্ধে আরো বলেন, একই চাকরিতে কয়েক দশক কাটিয়ে দেওয়ার চিন্তা করেন এমন লোকজন পাওয়া অনেকটা বিরল ঘটনা। শিক্ষা তরুণদের মধ্যে এক ধরনের যোগ্যতার বিকাশ ঘটায় এবং তাদের মধ্যে যে চেতনা আনে, তাকে ভিত্তি করেই আমাদের উচিত তাদের সফল হতে দেওয়া।
আমাদের উচিত প্রতিটি শিশুকে তাদের পথ খুঁজে নিতে সহায়তা করা, যাতে তারা তাদের স্বপ্নের পেশায় যেতে পারে। আমরা সিটি প্রশাসনের দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সেজন্য আমরা সামার ইয়ুথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এবং সামার রাইজিং কর্মসূচির আওতা সম্প্রসারণ করেছি, যাতে রেকর্ড সংখ্যক তরুণকে আমাদের সেবা প্রদান করা যায়। তাদেরকে শিক্ষানবিশী এবং টেকনিক্যাল ও হেলথ সার্ভিসের মতো ক্ষেত্রে, যেসব স্থানে জনবলের যথেষ্ট চাহিদা রয়েছে, সেসব খাতে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা ‘গুগল,’ ও ‘নথওয়েল হেলথ’ এর সাথে FutureReadyNYC চালু করেছি এবং এখন আমরা সেই উদ্যোগগুলোকে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথ সৃষ্টির কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি। এটি ৬০০ মিলিয়ন ডলার ব্যয়বরাদ্দ সম্বলিত একটি অগ্রবর্তী পরিকল্পনা, যা নিউইয়র্ক সিটির অর্থনীতিতে অবদান রাখার র জন্য আড়াই লাখ তরুণের কাজের ক্ষেত্র সৃষ্টি করবে। এর ফলে সিটির অর্থনৈতিক সমৃদ্ধি সাধনের পাশাপাশি তরুণরা তাদের মনের মতো কাজে নিয়োজিত হতে সক্ষম হবে।
মেয়র অ্যাডামস তার নিবন্ধে বলেন যে, তার পরিকল্পনার মধ্যে সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক- CUNY 2x টেক ইনিশিয়েটিভের উদ্যোগে প্রায় ১০ মিলিয়ন ডলার নতুন বিনিয়োগ করার উদ্যোগ নেয়া হয়েছে, যা আমাদের তরুণদের প্রযুক্তি খাতে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রথমবারের মতো কমিউনিটি কলেজসহ পাঁচটি নতুন কিউনি ক্যাম্পাসে এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এছাড়া নিউইয়র্ক সিটি ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার জবস কোর প্রোগ্রামের সঙ্গে প্রথম পার্টনার সিটি হিসেবে ফেডারেল সরকারের কাছ থেকে ১৩০ মিলিয়ন ডলার অনুদান নিশ্চিত করতে সক্ষম হয়েছি, যা আমাদের দ্রুত বেড়ে উঠা শিল্পে ২,০০০ বয়স্ক-তরুণেল প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং এজন্য তাদেরকে কোনো অর্থ ব্যয় করতে হবে না।
মেয়র বলেন, আমরা জানি যে সকল তরুণ একই জায়গা থেকে তাদের পেশাজীবন শুরু করে না। সেজন্য তারা যেখানে আছে, আমরা তাদের জন্য আমাদের সেবা তাদের কাছে নিয়ে যাব। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ইয়ুথ অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট এবং মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি ডিপার্টমেন্ট অফ লেবার থেকে ১.৭ মিলিয়ন ডলার অনুদান পাবে তরুণদের নতুন ইলেক্ট্রিক্যাল প্রি-অ্যাপ্রেন্সিশিপ প্রোগ্রামের জন্য। এ থেকে তরুণরা কল্যাণ লাভ করবে।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh