বাংলাদেশ অনলাইন : | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
ছবি : রয়টার্স থেকে
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। ১৭ ডিসেম্বর রাতে অন্য একটি গাড়ির সঙ্গে বাইডেনের গাড়ির সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার পর সুস্থ রয়েছেন বাইডেন। পরে তাদের নিরাপদে উইলমিংটনের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর দেয়।
জানা গেছে, জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন হেডকোয়াটারে একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরই তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে বাইডেনের নিরাপত্তাকর্মীরা।
হোয়াইটহাউসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য একটি সভায় অংশ নেন বাইডেন ও তার স্ত্রী। সেখান থেকে ফেরার পথেই রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা বাইডেনকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে।
দুর্ঘটনায় বাইডেন ও তার স্ত্রীর কোনো ক্ষতি না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাম্পার ভেঙে গেছে। যে গাড়িটি বাইডেনের গাড়িকে ধাক্কা দেয় সেটিকে আটক করেছে পুলিশ।
Posted ১২:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh