নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
দেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জ্যামাইকাবাসী।
দেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সোসাইটি। গত ২৬ আগস্ট নিজস্ব কার্যালয়ে জরুরি যৌথ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ রব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকির পরিচালনায় সভায় বোর্ড অব ট্রাস্টির সদস্য সহ কার্যকরি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা সোসাইটির তহবিল থেকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও আরও বৃহৎ পরিসরে তহবিল গঠনের লক্ষ্যে প্রবাসীদের কাছে সহযোগিতার আহ্বান করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
সোসাইটির কার্যকরি পরিষদ, বোর্ড অব ট্রাস্টি ও নির্বাচন কমিশনসহ সাবেক কর্মকর্তা এবং সাধারণ প্রবাসীদের কাছ থেকে তহবি সংগ্রহ করা হবে যা বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে। নিউইয়র্ক বাংলাদেশ কন্স্যুলেটের মাধ্যমে ৩০ লাখ টাকার অনুদান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে সোসাইটির সভাপতি মোঃ রব মিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশের কমিউনিটির কাছে আহ্বান জানিয়েছেন সোসাইটির এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য।
জ্যামাইকাবাসীর তহবিল সংগ্রহ
নিউইয়র্ক : বাংলাদেশের বন্যার্তদের সহায়তা করার উদ্দেশ্যে গত এক সপ্তাহ যাবত জ্যামাইকাবাসীর উদ্যোগে রাস্তায় দাঁড়িয়ে তহবিল সংগ্রহ করা হচ্ছে। তারা বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের খাবার মসজিদ ও রাস্তায় বিক্রি করে সংগৃহীত অর্থ বন্যার্তদের জন্য পাঠাচ্ছেন। এই আয়োজনের উদ্যোক্তা সৈয়দ আল আমিন রাসেল জানান, বন্যার্তদের পাশে আমাদের টিম বিরামহীন কাজ করছে।
প্রথম দিকে শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিন, খাবার পানি, খেজুর, প্যারাসিটামল ট্যাবলেট, সাবান বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। ত্রাণসামগ্রী ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চিটাগাং নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে । এই উদ্যোগের সাথে রয়েছেন ডা. সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, সৈয়দ রাব্বি, সুমন খান, আসাদ সুমন, শেখ হায়দার আলী, হাবিবুর রহমান,সাইফুল ইসলাম।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh