শনিবার, ১২ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

নিউইয়র্কে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

বক্তব্য রাখছেন বিএনপি নেতা গিয়াস আহমেদ।

দোয়া-মোনাজাতের পর তবারক বিতরণের মধ্য দিয়ে গত ১৫ আগস্ট বৃহস্পতিবার নিউইয়র্কে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উদযাপন হলো। নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে জন্মদিনের প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। গেস্ট অব অনর ছিলেন কেন্দ্রীয় কমিটির অপর সদস্য আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ফারুক শাহীন।

অতিথির মধ্যে আরো ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মো. দুলাল, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইসউদ্দিন, সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক সাংবাদিক আনিসুর রহমান, দেওয়ান কাউসার, হুমায়ূন কবীর, আশরাফ হোসেন, বদরুল হক আজাদ, এ আর মাহবুব হক, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, তাজুল চেয়ারম্যান, হাফিজুর রহমান পিন্টু, জিনাত রেহানা রিনা, জহিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় প্রদত্ত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, দীর্ঘ আন্দোলন এবং অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত নয়া এই স্বাধীনতার সুফলকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং আইনের শাসনের পথ বেয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানতে সুসংহত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি : নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত ১৫ আগস্ট নিউইয়র্কস্থ ব্রঙ্কসের নিরব পার্টি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  সংগঠনের সিনিয়ার সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সিনিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডা. আব্দুস সবুর।

প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর)-এর সভাপতি আহবাব চৌধুরী খোকন। বিশেষ বক্তা ছিলেন সিনিয়ার বিএনপি নেতা ড. নুরুল আমিন পলাশ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর রহমান হারুন। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, জাফর তালুকদার, শাহীন চৌধুরী, এজিএম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহিম, শরিফুল খালিশদার, সোয়েব আহমেদ, লিয়াকত আলী, মোহাম্মদ আলী রাজা, দিলরুবা আক্তার মায়া, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, মমতাজ উদ্দিন, আব্দুল আহাদ হেলাল। স্বাগত বক্তব্য রাখেন সুলতান মাহমুদ সিদ্দিক। এছাড়াও বক্তব্য রাখেন ফারুক কবির, দুলাল রহমান, আক্তারুল ইসলাম নান্নু, খন্দকার আব্দুল বাকী, বেগ হোসাইন ইসলাম মিঠু, মো. মোক্তাদীর, তারেকুল ইসলাম, সহিদুল ইসলাম, শামীম হোসেন, মো. আসিফ, মো. জামাল হোসেন, মোহাম্মদ ইব্রাহীম হোসেন, মোহাম্মদ নুরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাহের মিয়া, মো. দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা শফিউল্লাহ, আশফাক চৌধুরী জামি, রুহেল আহমেদ, মোহাম্মদ মহসিন লাল মিয়া, তানিম চৌধুরী, মো. মিলন আলী ও আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আবিদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুস সবুর বলেন, এবারের আন্দোলন অভূতপূর্ব আন্দোলন। এই আন্দোলনে আমাদের শিশু-কিশোররা তাদের সবকিছু উজাড় করে দিয়েছে। তারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের জন্য স্বৈরাচারমুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। এই অর্জন আমরা কিছুতেই নষ্ট হতে দিতে পারি না।

আহবাব চৌধুরী বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখতে পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। পুলিশবাহিনীকে লেলিয়ে দিয়েছিলো সাধারণ মানুষের বিরুদ্ধে। এরকম পরিস্থিতিতে যাদের অবদান ও রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে, তাদের ঋণ জাতি কখনো ভুলবে না। অন্যান্য বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

নিউজার্সি স্টেট বিএনপি : বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএ’র আয়োজনে স্থানীয় কার্যালয়ে গত ১৭ আগস্ট বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের জন্য মোনাজাত করা হয়। ২য় পর্বে কর্মীসভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী জাতীয়তাবাদী পরিবারের মিলনমেলা ও বনভোজন সফল করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু। সভার শুরুতে তেলাওয়াত করেন সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী। মোনাজাত পরিচালনা করেন সহ-সভাপতি তারেক খান।

Posted ১২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.