শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত
জ্যামাইকার আল-হামরা কালেকশনে সেল চলছে

নিউইয়র্কে জমে উঠেছে ঈদ বাজার

বাংলাদেশ রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নিউইয়র্কে জমে উঠেছে ঈদ বাজার

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর। রমজানের একমাস সিয়াম সাধনার পর সবাই অপেক্ষায় থাকেন এই দিনটির জন্য। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ এপ্রিল উদযাপিত হবে ঈদুল ফিতর। এখন ঘরে ঘরে চলছে ঈদের প্রস্তুতি। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত শ্রেনীতে একধরণের টানা পোড়েন চললেও থেমে নেই ঈদের কেনাকাটা। ঈদে ধনী-দরিদ্র নির্বিশেষে সবারই চাই সাধ্যমত কাপড়-চোপর। ঈদ সামনে রেখে জমে উঠেছে নিউইয়র্কের ফ্যাশন বাজার। অনেক ফ্যাশন শপেই দেখা যাচ্ছে কেনাকাটার ভীড়। জ্যামাইকার ‘আল-হামরা কালেকশনে সেল চলছে।উৎসব-আনন্দ নূতন ফ্যাশনের পোষাক ছাড়া আজকাল ভাবাই যায় না। বিশেষ করে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ এলেই বাজার সয়লাব হয়ে যায় নূতন ডিজাইন ও ফ্যাশনের পোষাকে। নূতন পোষাক ছাড়া এখন ঈদের আনন্দ কোনভাবেই পুরো হয় না। তাই রমজানের শুরুতেই জমে উঠে ফ্যাশন শপগুলো। এবারো ঈদকে সামনে রেখে নিউইয়র্কের ফ্যাশন শপগুলো হাল ফ্যাশনের পোষাকে সজ্জিত হয়ে উঠেছে। ক্রমেই ফ্যাশন শপগুলোতে জমে উঠেছে ক্রেতাদের ভীড়। পবিত্র রমজান মাসের অর্ধেক কেটে গেছে। নিউইয়র্কের সর্বত্র মুসলিম কমিউনিটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করছে সিয়াম সাধনা।
মুসলিম পরিবারের সদস্য বিশেষ করে ছেলেমেয়েদের জন্য হাল ফ্যাশনের ঈদের পোষাক কেনা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ। মহিলাদের শাড়ী, সালোয়ার কামিজ, কুর্তার পাশাপাশি পুরুষরাও এ ব্যাপারে পিছিয়ে থাকে না। ঈদে নুতন পাঞ্জাবী-পাজামা সহ আধুনিক নূতন পোষাকের দিকে ঝোঁক রয়েছে তাদের। তবে এসব কিছুই নির্ভর করে পারিবারিক আয় এবং ক্রয় ক্ষমতার উপর। তারপরও কমবেশী সকলেই চান সাধ্যমতো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। এবারো নিউইয়র্কের মুসলিম কমিউনিটি এক্ষেত্রে পিছিয়ে নেই। ফ্যাশন হাউজগুলো এই চাহিদার প্রতি খেয়াল রেখে তাদের পশরা সাজিয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে বড় ধরণের ব্যবসা করার জন্য তারা বছর জুড়ে প্রস্তুতি নিতে থাকেন। হাল ফ্যাশনের ঈদের পোশাক তারা আমদানি করেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে। ক্রেতারাও অপেক্ষা করে পোশাকের নতুন কালেকশনের জন্য। অনেকে আবার নিজ দেশ থেকেও আত্মীয় স্বজনের মাধ্যমে পোষাক-পরিচ্ছদ আনিয়ে রেখেছেন। এব্যাপারে বাংলাদেশী মুসলিম কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ এবং ফ্যাশন শপগুলোর মালিকদের সাথে কথা বলে ঈদের বাজার সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে। জ্যাকসন হাইটসে উপমহাদেশীয় ঐতিহ্যবাহী পোষাকের স্টোরগুলোর মতো সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকা, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রুকলীন, ব্রঙ্কসেও গড়ে উঠেছে অনেকগুলো নূতন ফ্যাশন শপ। ঈদুল ফিতরকে সামনে রেখে ফ্যাশন শপগুলো সময়ের সাথে তাল মিলিয়ে হাল ফ্যাশানের নূতন পোষাক আমদানী করেছে। ফ্যাশন শপগুলোকে সাজানো হয়েছে এবং ক্রেতারা ভীড় করছেন। ঈদে প্রতিটি ফ্যাশন শপেই আকর্ষনীয় মূল্য ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ফ্যাশন শপগুলো পোষাকের সাথে রেখেছে রকমারী জুয়েলারী। একাধিক দোকানির সাথে কথা বলে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা দোকানে সব বয়সী মানুষের জন্য নানা ডিজাইনের পোশাক সংগ্রহ করেছেন। নারীদের জন্য শাড়ির পাশাপাশি রয়েছে ত্রিপিস। তরুণ-তরুণীদের জন্য রয়েছে তাদের পছন্দের সব ধরণের পোশাক। ছেলে শিশুদের জন্য রয়েছে পাজামা-পাঞ্জাবী আর মেয়ে শিশুদের জন্য সালোয়ার-কামিজ, ফ্রকস, লেহেঙ্গা। রয়েছে সুন্দর সুন্দর জুতা, মাথার ব্যান্ড ও ক্লিপ। পরিবারের বয়স্ক ব্যক্তিদের জন্যও রয়েছে নানা পোষাক। দোকানগুলোতে দেখা গেছে বাবা-মা কিংবা অভিভাবকরা বেশির ভাগ ক্ষেত্রেই শুরুতে ছেলেমেয়েদের কেনাকাটা করছেন।
আল-হামরা কালেকশন:
জ্যামাইকার ১৬৭-১৩ হিলসাইড এভিনিউয়ের ‘আল-হামরা কালেকশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ শতাংশ বিশেষ ছাড় দিয়েছে। পাইকারি ও খুচরা বিক্রয়ের অন্যতম প্রতিষ্ঠান আল-হামরায় পাঞ্জাবি, হরেক রকমের শাড়ি. গালোয়ার-কামিজ, ফতুয়া ছাড়াও রয়েছে জামদানি, মসলিন শাড়ির বিশাল সমাহার। ঈদুল ফিতর উপলক্ষে আমাদের প্রতিটি আইটেমেই আধুনিকতার ছোঁয়া রযেছে, যা ক্রেতাদের আকর্ষণ করবে। উল্লেখ্য, আল-হামরা নিউইয়র্কের অন্যতম বাংলাদেশি মালিকানাধীন ফ্রাতেমা ব্রাদার্সের সহযোগী প্রতিষ্ঠান।
ইন্ডিয়ান শাড়ি প্লেস:
জ্যাকসন হাইটসের ইন্ডিয়ান শাড়ি প্লেসে (আইএসপি) চলছে বিরাট মূল্যহ্রাস। এটি গত ১৪মার্চ থেকে শুরু হয়েছে, চলবে ঈদুল ফিতর পর্যন্ত। ঈদের পরও তারা এটি চালু রাখবে। আইএসপিতে বিভিন্ন শাড়ি, পাজামা, পাঞ্জাবী, টাই, পিস কাপড়, পেটিকোট, ব্লাউজ, শেরওয়ানি, লুঙ্গিসহ বিভিন্ন ধরণের পোশাক বিক্রি হচ্ছে। ৩০ েেথকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। অন্যান্য দোকানেও রয়েছে বিভিন্ন বাহারি পোশাক, গহনা এবং নিত্যপন্য।


advertisement

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.