নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
জ্যাকসন হাইটস এলাকাবাসীর তবারক বিতরণ অনুষ্ঠানে মোনাজাত আদায়।
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী গত ৩০ মে পালিত হয়েছে। নিউইয়র্কে দিবসটিতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগ ছাড়াও জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণের কর্মসূচি নেয়া হয়।
নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের খবর পাওয়া গেছে।
জ্যাকসন হাইটস এলাকাবাসী : বাংলাদেশ স্ট্রিটে একটি পার্টি হলের সামনে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে প্রতিবছরের ন্যায় এবারও জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত ও তবারক বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র এবারের অনুষ্ঠানের আহ্বায়ক দেওয়ান মনির, সদস্য সচিব আমানত হোসেন আমান এবং প্রধান সমন্বয়কারী সারওয়ার খান বাবু’র নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে তবারক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মূলধারার রাজনীতিক, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ। দোয়া মাহফিলের পর তবারক বিতরণের পূর্বে যুবনেতা মো. কাসেমের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসেফ বারি টুটুল, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মো. আলম নমী, প্রধান সমন্বয়কারী সারওয়ার খান বাবু, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, যুবদল নেতা আমানুল্লাহ আমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ প্রমুখ।
শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত আদায় করা হয়। এরপর হাজারো প্রবাসীর মাঝে তবাকর বিতরণ করা হয়। উল্লেখ্য যে, দল নিরপেক্ষ ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ প্রতিষ্ঠার পর থেকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট পালন করে আসছে। কয়েক বছর পরে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন। গত বছর পালন করা হয় জাপা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকীও। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে প্রতিবারই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সমস্ত কর্মকাণ্ডের সাথেই থাকেন। সংগঠনের সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলম নমী সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে গত ২৯ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন। মূল আলোচক ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. শওকত আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, বিএনপি রাব্বী মোহাম্মদ খোকন, কাজী সাখাওয়াত হোসেন আজম, জসিম ভূইয়া, গিয়াস উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, জাকির হাওলাদার প্রমুখ।
স্টেট বিএনপি : প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ মে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল ও প্রবাসীর মাঝে খাবার বিতরণের কর্মসূচি পালিত হয়েছে। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় স্টেট বিএনপির সভাপতি মওলানা অলিঊল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমানের সঞ্চালনায় প্রয়াত এই নেতার জীবন-কর্ম আলোকে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।
আলোচনা সমাবেশে প্রধান অতিথি ও বিশে সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং জিল্লুর রহমান জিল্লু। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথির মধ্যে আলোচনায় আরও অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেতা কাজী আসাদুল্লাহ, স্টেট বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সমাবেশের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব দেওয়ান কাউসার, যুগ্ম আহবায়ক মো আশরাফ হোসেন, প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবীর, সমন্বয়কারী মাইনুল করিম টিপু, যুগ্ম সদস্য সচিব এম এ কাইয়ুম প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন ওয়াহেদ আলী মন্ডল, আনিসুর রহমান, মনির হোসেন, আনোয়ার হোসেন, মীর মশিউর রহমান, এ আর মাহবুব চেয়ারম্যান, জাফর তালুকদার, জিয়াউল হক মিশন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন ভিপি। আলোচনা সমাবেশের পর জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিঊল্লাহ আতিকুর রহমানের নেতৃত্বে। অপরদিকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে গত ২৯ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের অপর একটি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট এবং উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, সাবেক ছাত্রনেতা আব্দুল বাসেত, এম এ সবুর, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী প্রমুখ।
Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh