সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে নরসিংদী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

নিউইয়র্কে নরসিংদী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা, থানা, পেশাগত শ্রেণিবিভাগসহ বিভিন্ন সংগঠন রয়েছে। সেই সঙ্গে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাচভিত্তিক সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন। পাশাপাশি বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাসের সনভিত্তিক সংগঠনও রয়েছে। এসব সংগঠন আমেরিকায় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস পালন করার পাশাপাশি পিকনিক, গেট টুগেদারসহ নানা রকমের অনুষ্ঠান আয়োজন করে। গ্রুপভিত্তিক সংগঠনের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।

আর কমিউটিতে বাড়ছে অনুষ্ঠানের সংখ্যা। এতে একজন আরেকজনের সঙ্গে যেমন দেখা করার সুযোগ পাচ্ছেন, তেমনি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান হওয়ায় হলগুলোও ভাড়া হচ্ছে। বিভিন্ন রেস্টুরেন্টে পার্টি হওয়ার কারণে অর্থনীতিতেও এর সুফল পড়ছে।


এরই ধারাবাহিকতায় জ্যামাইকায় যাত্রা শুরু করছে নরসিংদী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামী ২৩ অক্টোবর এক বৈঠকের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। উদ্যোক্তাদের একজন আবুছাইন আখতার বাবুল বলেন, আমরা নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ও বন্ধুবান্ধব মিলে গত ১৬ আগস্ট এক আলোচনার অনুষ্ঠানের আয়োজন করি। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র বেলাল হোসেন, আশরাফ উদ্দিন, সাইফুল মাস্টার, মো. নূরুল ইসলাম, আতিকুর রহমান ও হাবিবুর রহমান ভুঁইয়া। সভায় সিদ্ধান্ত হয় নরসিংদী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার।

এর পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট আমরা আরেকটি আলোচনা সভা করি। সেখানে ও ফলপ্রসূ আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন মো. আশরাফ উদ্দিন, মো. বেলাল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, সালাউদ্দিন খান তুহিন, ফিরোজ আহমেদ, জে মোল্লা সানি, খন্দকার সুমন, আতিকুর রহমান, মেজর আলম, মো. ইকবাল ভুঁইয়া, হাসান খান পিটুল, প্রদীপ মালাকার, মোফাজ্জল ভূইয়া ও মো. সামসুল হক। এরপর তৃতীয় ও শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ২৭ সেপ্টেম্বর জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ে স্টার কাবাব রেস্টুরেন্টে। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোকন সাহা, মো. সামসুল হক, মো. আবুছাইন আখতার (বাবুল), আলহাজ মেজবাহ উদ্দিন ভুঁইয়া, মো. জয়নাল উদ্দীন ভুঁইয়া, আতিকুর রহমান, আলমগীর হোসেন মৃধা, খন্দকার সুমন, সহন ভূইয়া, মো. আমিনুল হক, মো. সাইফুর রহমান, মো. কমর উদ্দিন আহমেদ, সালমান জাহিদ জুয়েল, মো. ইকবাল ভূইয়া, ফারুক মিয়া, মো. নুরুল ইসলাম, সালাউদ্দিন খান তুহিন, মো. মাহবুব রহমান মুকুল ও মুসফিকুজ্জামান ভূইয়া (ঝন্টু)।


আয়োজকেরা জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সর্বশেষ সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে আলহাজ মেজবাহ উদ্দিন ভূইয়াকে আহ্বায়ক ও মো. ইকবাল ভূইয়াকে সদস্যসচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মো. আলমগীর মৃধা, সহন ভূইয়া, সালাউদ্দিন খান তুহিন, মো. আবুছাইন আখতার (বাবুল) ও খন্দকার সুমন।

আগামী ২৩ অক্টোবর রোববার বিকেল চারটায় জ্যামাইকার ইকরা কমিউনিটি অ্যান্ড পার্টি হলে এক সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় নরসিংদী কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। নরসিংদী কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীর প্রমাণ হিসেবে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট বা সার্টিফিকেটের যেকোনো একটির মূলকপি মোবাইলে পাঠানো অথবা সরাসরি আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন করার সময় উপরিউক্ত চারটির যেকোনো একটির ফটোকপি জমা দিতে হবে।


advertisement

Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.