বাংলাদেশ অনলাইন | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
ছবি-সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাসযোগ্য নেতা নন এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। এ ছাড়া নেতানিয়াহুর ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। গত বুধবার একটি টিভি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ওই টিভিশোতে হিলারি ক্লিনটন বলেন, ‘নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। তার চোখের সামনেই (৭ অক্টোবর) হামলার ঘটনা ঘটেছে। তাকে সরে যেতে হবে। নেতানিয়াহুর উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া, তিনি যদি যুদ্ধবিরতিতে বাধা হয়ে থাকেন।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপ সম্পর্কে হিলারি বলেন, ‘৭ অক্টোবরের পর ইসরায়েলি জনগণের মিত্র হিসেবে যা যা করার তা তিনি করেছেন। একটি সন্ত্রাসী সংগঠনের হামলার মুখে তিনি ইসরায়েলের সঙ্গেই ছিলেন। আমি মনে করি এটাও স্পষ্ট যে বাইডেন নেতানিয়াহুকে প্রভাবিত করার জন্য তার যা কিছু করা সম্ভব সবই করছেন।’
Posted ৫:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh