সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত
জ্যামাইকা মুসলিম সেন্টারে স্মরণকালের বৃহত্তম জামাত

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে খুৎবা আদায় করছেন ইমাম শামসে আলী।

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ২১ এপ্রিল শুক্রবার। ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ৫০ অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা একই দিনে উদযাপন করেছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার ঈদ হলেও নামাজের জন্য ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম নর-নারীর ঢল নামে খোলা মাঠ আর মসজিদগুলোতে। সকল দেশীয় মুসলিম সম্প্রদায় পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নেন। স্মরণকালের বৃহত্তম ঈদ জামাত আনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার- জেএমসিতে।


যুক্তরাষ্ট্রের ৩ হাজারেরও বেশি মসজিদের ব্যবস্থাপনায় এবারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিন হাজারেরও বেশি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খোলা মাঠ ছাড়াও বাকি জামাতগুলো অনুষ্ঠিত মসজিদ ও গির্জার মিনলায়তনে। ঈদের জামাতগুলোতে প্রবাসী বাংলাদেশী ও মুসলিম কমিউনিটি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দ্য অ্যাসোসিয়েশ অব স্টাটিস্টিশিয়ান্স অব আমেরিকান রিলিজিয়াস বডিস’র সূত্রে এ খবর জানা গেছে। সূত্রটি জানায়, গত দুই দশকে যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালের যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ছিল ১ হাজার ২ শ’ ৯টি, মসজিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০১১ সালে পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২ হাজার ১শ’ ৬টি এবং ২০২০ সালের সর্বশেষ গণনায় যুক্তরাষ্ট্রে মোট মসজিদের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৭শ’ ৯৬টি। এর মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ৩৪৩টি, ক্যালিফোর্নিয়ায় ৩০৪টি, টেক্সাসে ২২৪টি, ফ্লোরিডায় ১৫৭টি ইলিনয়ে ১০৯টি এবং নিউ জার্সিতে ১৪১টি মসজিদ রয়েছে বলে জানা গেছে।


জ্যামাইকা মুসলিম সেন্টারে স্মরণকালের বৃহত্তম ঈদ জামাত:

নিউইয়র্ক সিটির বাংলাদেশী মুসলিম কমিউনিটি পরিচালিত জ্যামাইকা মুসলিম সেন্টার Ñ জেএমসিতে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের বৃহত্তম ঈদ জামাত। স্থানীয় থমাস এডিসন হাইস্কুল মাঠে আয়োজিত ঈদুল ফিতরের এই জামাতে ১৫ সহস্রাধিক নারীপুরুষ অংশ নেন। চমৎকার আবহাওয়ায় সকাল ৮টা থেকে মুসল্লিরা জমায়েত হতে থাকেন ঈদগাহে। সাড়ে ৮টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। জেএমসির সেক্রেটারি আফতাব মান্নানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আকিব চৌধুরী। ঈদের জামাতে ইমামতি করেন জেএমসির পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। খুৎবা দেন প্রতিষ্ঠানের পরিচালক ইমাম শামসি আলী এবং উভয়েই দোয়া মোনাজাত করেন মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনায়।


ঈদ জামাতে সমবেত মুসল্লিদের স্বাগত জানিয়ে জেএমসি’র পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ডা: মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জেএমসি এবং অন্যান্য অঙ্গ তিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান বিশিষ্ট ফার্মাসিষ্ট জায়েদুর রহমান। নিউইয়র্ক সিটির অন্যতম এই ধর্মীয় প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। নামাজের আগে উপস্থিত মসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের লে. গর্ভনর এস্তেনিও ডেগাডো, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মো. মুনিরুল ইসলাম, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন, ষ্টেট অ্যাসেম্বলীওম্যান অ্যালিসিয়া হ্যান্ডম্যান ও জেনিফার রাজকুমার, কুইন্স বুরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটস, সিটি কাউন্সিলওম্যান নাতাশা উইলিয়াম, স্থানীয় কাউন্সিলম্যান জিম জিনারো, ডিষ্ট্রিক্ট জাজ সোমা সাঈদ প্রমুখ। জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জানান, এবারের ঈদের জামাতে সর্বস্তরের ১৫ হাজারের অধিক দেশী-বিদেশী মুসলিম নর-নারী অংশ নিয়েছেন। এজন্য তিনি জেএমসি’র পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দারুস সালাম মসজিদ :পবিত্র ঈদুল ফিতরের চারটি জামাত অনুষ্ঠিত হয়। ১ম জামাতে ইমামতি করেন উক্ত মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আবদুল মুকিত। ২য় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। ৩য় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আল আমীন আরাফাত। ৪থ জামাতে ইমামতি করেন হাফেজ আশরাফুর রহমান।

আমেরিকা মুসলিম সেন্টার: (এএমসি)-এর উদ্যোগে ঈদের ৩টি জামাত হয়। প্রথম জামাত হয় সকাল সাড়ে ৬টায় মসজিদ ভবনে। অপর দুই জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৯টা ও সকাল সাড়ে ১০টায় মসজিদের সামনের রুফজ কিং পার্কে।

নিউইয়র্কের অন্যতম পুরনো মসজিদ ম্যানহাটানের মদিনা মসজিদ ভবন সংলগ্ন পার্কে ঈদের একটি জামাত হয় সকাল ৯টায়।

নিউইয়র্কের অপর দুটি বড় ইসলামিক সেন্টারের মধ্যে ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারে সকাল সাড়ে ৮টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। আর ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের ঊদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ২টি যথাক্রমে সকাল ৮টায়, সাড়ে ৯টায়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবাইর রাশিদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মোয়াজ্জেন মৌলভী নূরুল ইসলাম।

মসজিদ মিশন সেন্টার :(হাজী ক্যাম্প মসজিদ)-এর উদ্যোগে ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভিতরে যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও সোয়া ৯টায়। এই জামাতে ইমামতি করেন যথাক্রমে ইমাম হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ তানভিরুল ইসলাম ও মওলানা মঞ্জুরুল করীম।

আমেরিকা মুসলিম সেন্টার: (এএমসি)-এর উদ্যোগে ঈদের ৩টি জামাত হয়। প্রথম জামাত হয় সকাল সাড়ে ৬টায় মসজিদ ভবনে। অপর দুই জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৯টা ও সকাল সাড়ে ১০টায় মসজিদের সামনের রুফজ কিং পার্কে।

হলিস: জ্যামাইকার হলিস মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় স্থানীয় হলিস প্লে গ্রাউন্ডে।

জ্যাকসন হাইটস: জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের উদ্যাগে ২টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ১০টায় ৭৩ স্ট্রীটে রাস্তার উপরে। নিউইয়র্ক ঈদগাহ’র উদ্যোগে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যথাক্রমে সকাল ৭টায়, ৮টায়, ৯টায়, ১০টায় এবং বেলা ১১টায়। মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস-এর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় একটি সকাল সাড়ে ৮টায় হার্ট প্লে গ্রাউন্ডে। জেবিবিএ’র উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ স্ট্রীটে (৭৩ স্ট্রীট)।
উডসাইড: বায়তুল জান্নাহ মসজিদের উদ্যোগে মসজিদ সংলগ্ন রাস্তায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ২টি যথাক্রমে সকাল ৮টা ও ৯টায়। বারো শতাধিক মুসল্লি দুই জামাতে অংশগ্রহণ করেন। মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়
এস্টোরিয়া: এস্টোরিয়ার আল আমীন মসজিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন স্ট্রীটে। জামাতে নামাজের জন্য মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিলো।

ওজনপার্ক: আল আমীন মসজিদে (ফরবেল স্ট্রীট) ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে বিপুল সংখ্যক নর-নারী ঈদেও নামাজ আদায় করেন। আল ফোরকান মসজিদের উদ্যোগে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা ও ৯টায়।

ব্রুকলীন: বায়তুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় ১০৩৩ গ্লেনমোর এভিনিউতে। মুনা সেন্টারে (২৩৩২ নিউক্লার্ক এভিনিউ) ঈদের জামাত অনুষ্ঠিত হয় একটি সকাল ৮টায়। বেলাল মসজিদের (১৪০৪ নিউক্লার্ক এভিনিউ) উদ্যোগে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়।

লং আইল্যান্ড: নতুন প্রতিষ্ঠিত পোস্ট ওয়াশিংটন মসজিদের উদ্যোগে প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায়, ১১৮ হারবার রোড, পোষ্ট ওয়াশিংটন ঠিকানায়।

নিউজার্সী: প্যাটারসনের মসজিদ আল ফেরদৌস সংলগ্ন পার্কিং লটে ঈদের একটি জামাত হয় সকাল সাড়ে ৮টায়।
এছাড়াও নিউইয়র্কের উডসাইডের আবু হুরায়রা মসজিদ, ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার, বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ইনক, এস্টোরিয়ার শাহজালার মসজিদ, ব্রঙ্কস মুসলিম সেন্টার, ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলাল, শাহ জালাল দারুস সুন্নাহ, বাইতুল মামুর মসজিদ, বাফেলো মুসলিম সেন্টার (বিএমসি) সহ বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, ম্যাসেচুসেটস, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এরিজোনা, নিউ হ্যামশায়ার, রোড আইল্যান্ড, ওয়াশিংটন, ইলিনয়, মিনেসোটা, আলাবামা, কানসাস, লুইজিয়ানা সহ প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।
ওজোন পার্কে বায়তুল মামুর মসজিদের উদ্যোগে মসজিদের সামনের রাস্তায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসাঈন এতে খুৎবা প্রদান করেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য পেশ করেন ব্রুকলীন ডেপুটি এটর্নি এরিক গঞ্জালেস। কাউন্সিল মেম্বার স্যান্ডি নার্স, ৭৫ তম পুলিশ প্রিসেন্ট এর কমান্ডিং অফিসার রোহান গ্রিপ্ট, মসজিদ কমিটির সভাপতি আরমান চৌধুরী সিপিএ, সেক্রেটারি মাওলানা এমদাদ উল্লাহ, সোসাল এক্টিভিস্ট ড. জাহাঙ্গীর কবির।

advertisement

Posted ১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.