বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস (বাঁয়ে) ও তার রানিংমেট টিম ওয়ালজ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তার রানিংমেট হিসেবে টিম ওয়ালজকে বেছে নিয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) টিমকে রানিংমেট ঘোষণা করার কয়েকঘণ্টা পরই তারা প্রথমবারের মতো যৌথ নির্বাচনী সমাবেশ করেন। আর এ প্রথম সমাবেশেই ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে কথা বলেন কমলার রানিংমেট। ৬০ বছর বয়সি টিম ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন,‘তিনি আমাদের দেশের আইনকে উপহাস করেন। বিশৃঙ্খলা ও বিভাজনের বীজ বপন করেন। আর প্রেসিডেন্ট হিসেবে তার রেকর্ড নিয়ে কিছুই বলার নেই। তিনি কোভিড সংকটের মুখে নিথর ছিলেন। তিনি আমাদের অর্থনীতিকে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। আর তার অধীনেই সহিংস অপরাধ বেড়েছে।’
তিনি আরও বলেছেন,‘এমনকি তিনি যে অপরাধ করেছেন তা গণনাও করা হচ্ছে না।’ ট্রাম্পের অপরাধের কথা উল্লেখ করে যথন তিনি কথা বলেন তখন সেখানে উপস্থিত জনগণ উল্লাসে ফেটে পড়েন। ট্রাম্পের বিষয়ে তিনি আরও বলেছেন,‘জনসেবার প্রথম কাজ কি তাই তিনি জানেন না। কেননা তিনি নিজের সেবাতেই খুব ব্যস্ত থাকেন।’
কমলা হ্যারিস এ সমাবেশে প্রায় ১০ হাজার সমর্থকের উদ্দেশ্যে বলেছেন,‘এই প্রচার- আমাদের প্রচার-এটা শুধুই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াই না। আমাদের প্রচার-এই প্রচার- এটা আমাদের ভবিষ্যতের জন্য লড়াইা।’ আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে কমলা হ্যারিস জয় লাভ করলে টিম হবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। সূত্র : আলজাজিরা
Posted ৪:১৯ অপরাহ্ণ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh