নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
যোগ্যতা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও যারা সঠিক তথ্যের অভাবে উপযুক্ত কাজ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে হাতে ধরিয়ে সরকারি চাকরির খোঁজখবর জানানোর কাজটি বহুদিন ধরেই করে যাচ্ছে নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি, সংক্ষেপে এনবিসিএস। এ সংগঠনে যুক্ত আছেন নিউইয়র্ক সিটি, স্টেট ও ফেডারেল সিভিল সার্ভিসে নিয়োজিত চৌকস কর্মকর্তারা।
সংগঠনটির প্রধান কাজই হলো, নিউইয়র্কে বসবাসরত বাঙালি নর-নারীদের সরকারি চাকরিতে যোগদানের ধাপগুলো হাতেকলমে শিখিয়ে-পড়িয়ে দেয়া। সংগঠনটির ধারাবাহিক নিরলস প্রচেষ্টার ফলে আজ প্রবাসে এমন কোন সরকারি দপ্তর নেই, যেখানে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি জনবল সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতার অংশ হিসাবে আগামী ২ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, সেন্ট্রাল কুইন্স লাইব্রেরি, ফার্স্ট ফ্লোর প্লাজা, ৮৯-১১ মেরিক বুলেভারড, জ্যামাইকায় ‘ওয়ান টু ওয়ান গভর্নমেন্ট জবস এন্ড বেনিফিট ওয়ার্কশপ’ শীর্ষক একটি হাতে-কলমে তথ্য আদান-প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কীভাবে সরকারি চাকরির জন্য একাউন্ট খুলবেন, বাংলাদেশ বা অন্য দেশ থেকে অর্জিত শিক্ষাগত যোগ্যতা কীভাবে প্রাতিষ্ঠানিকভাবে মুল্যায়ন করে আমেরিকার সমমান করবেন, কীভাবে আপনার জীবন বৃত্তান্ত ও কভার লেটার লিখবেন, কীভাবে কোথায়-কখন আবেদন করবেন, নিয়োগ পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন- সব খুঁটিনাটি একজন একজন করে হাতে ধরে ধরে শিখিয়ে দেয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও কীভাবে স্বল্প বা বিনামূল্যে সরকারি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও অন্যান্য সরকারি আর্থিক সুযোগ-সুবিধা পেতে পারেন, সেসব বিষয়েও খোঁজখবর দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh