নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন গত ২৫ আগস্ট রোববার ওয়েচেস্টারের কর্টন পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হয়েছে। বনভোজনটি যেন এক স্বপ্নের প্রবাসী নরসিংদীবাসীর মহামিলন মেলায় পরিণত হয়। লেকের ধারে প্রাকৃতিক পরিবেশে এক মনোমুগ্ধকর পরিবেশে যেন এক ছোট্ট নরসিংদী। অন্যরকম এক ভাল লাগা, যা ভাষায় মুখে প্রকাশ করে শেষ করা যাবে না।
সবার মুখে হাসি, হৈই হুল্লোড় আর আড্ডায় মুখর ছিলো বনভোজন ভেন্যু। ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর ছুটাছুটি এ এক অন্যরকম অনুভূতি। বাসে করে সকাল ১০টায় যাত্রা শুরু হয় বনভোজন কেন্দ্রের দিকে। গান/বাজনার তালে তালে আনন্দ করতে করতে সকাল ১১টায় আমাদের কাক্সিক্ষত বনভোজন করটন প্যাভিলনে পৌঁছে যায় গাড়ি। শুরু হয় নাস্তা পর্ব। নাস্তায় ছিল কলা, ক্রসেন্ট, জুস ও চা ও পানি। পরিবেশন করেন সোসাইটির কর্মকর্তা বাবুল, আমজাদ, সাহাদত, সুলতান, মালেক ও রাশেদসহ আরও অনেকে। চা চক্রের দায়িত্বে ছিলে পেনিস মারছোলনো ও ডেবিড। বেলা ১২ টা ৩০ মিনিটে প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন গেস্ট অব অনার এম নোমান – সিইও ট্রাইবোন ট্রেনিং একাডেমি। উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংগঠনের চেয়ারম্যান আলহাজ্জ্ব মেজবাহ উদ্দিন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা। সংগঠনের সভাপতি মোঃ আখতার বাবুল, উক্ত পিকনিক কমিটির আহবায়ক (সিনিয়র সহ-সভাপতি) কাজী আমজাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন (পরিচালক), প্রধান সন্বয়কারী (পরিচালক) সুলতান উদ্দিন আহমদ, যুগ্ম সমন্বয় কারী আব্দুল মালেক, সদস্য সচিব মোঃ মুসফিকুজ্জামান ভূইয়া (ঝন্টু), যুগ্ম সদস্য সচিব মোঃ সেলিম সরকার (কোষাধক্ষ), সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক কাজী মোগল হোসেন, মহিলা সম্পাদক শিউলী আক্তার, সদস্য মোঃ শফিকুর রহমান। অথিতিদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মোঃ তোফায়েল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মোঃ মফিজুল ইসলাম ভূইয়া (রুমি), (সেলিম- আলী পরিষদের কোষাধক্ষ পদ পার্থী), সাবেক কর্ম কর্তা আবুল কাশেম, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফকরুল ইসলাম দেলোয়ার, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক এ বি ছিদ্দিক, নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক নাজমুল আহসান, নিউইয়র্ক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক চৌধুরী, নরসিংদীর গর্ব শিল্পপতি হজরত আলী মুন্সির ছেলে আব্দুল মতিন, মিসেস খুকি, নরসিংদীর কৃতি সন্তান সফিকুল ইসলাম শেখ তুলু (সাবেক ভাইস প্রেসিডেন্ট, এনসিসিআই), বিশিষ্ট রিয়েলটর বেলাল আহামেদ বেলাল, মোঃ সেলিম রেজা (Exit গ্রুপ), হাজী সামছুল হোসেন, আমজাদ হোসেন, সুমন, সোহেল, আশরাফ ভূঁইয়া, সাহাদত, জালাল মাস্টার প্রমুখ।
বেলা ১টার পর থেকে শুরু হয় গরমের আরাম মজাদার তরমুজ কাটার ধুম। সু-স্বাদু মিষ্টি তরমুজ বিতরণে মাধ্যমে গরমের কিছুটা শান্তি। পরিবেশনে ছিলেন তুলু, সাহাদত, আমজাদ, সোহেল, মোগল হোসেন। ১ টা ৩০ মিনিটে শুরু হয় বাচ্চাদের ও বড়দের খেলাধূলা পর্ব।
পরিচালনায় ছিলেন সুমন। সহযোগিতায় ছিলেন জালাল মাস্টার, আমজাদ, ঝন্টু, সাহাদত ও সেলিম। বেলা ২ টা ৩০মিনিটে দুপুরের মুখরোচক খাবার পরিবেশন করা হয় উপস্থিত সকলের মাঝে। সৌজন্যে জনাব খোকন, নিরব রেস্টুরেন্ট, ব্রঙ্কস। খাবারের ম্যানুতে ছিল সাদা ভাত, পোলাও ভাত, মুরগীর রোস্ট, গরুর কারী, খাসির রেজেলা, লাউ-চিংড়ি, লটিয়া শুটকির বোনা, সবজির তরকারী ও সুন্নতি খাবার গোলাপজাম। পরিবেশনায় ছিলেন মহিউদ্দি, তুলু, কাজী মোগল হোসেন, রাসেদুল হাসান, সাহাদত, আমজাদ হোসেন ও সোহেল, আশরাফ ভূইয়া, সাহাদত, সুলতান ও আখতার বাবুল। গোল্ডেন স্পন্সর ছিলেন এইচ এম জামিল, গ্র্যান্ড স্পন্সর ছিলেন শহীদুল আনাম, সিইও প্রাণ আর এফ গ্রুপ। প্রাণ কোঃ সৌজন্যে চিপস, প্রাণের জুস ও মজাদার লিচু। খাবারের সাথে সাথে মুরব্বীদের মাঝে পান, সুপারি বিতরণ করা হয় পরিবেশনায় ছিলেন মহিলা সম্পাদিকা শিউলী আক্তার বেলা ৩টা থেকে আমাদের গানে গানে মাতিয়ে তোলেন প্রবাসের অত্যন্ত জনপ্রিয় শিল্পী রোকশানা মির্জা ও সাথে ছিলেন প্রবাসের আর এক জনপ্রিয় শিল্পী নিপা জামান ও তুহিন আজাদ রোজী। গানে গানে সংগঠনের সকল নেতৃবৃন্দ নেচে গেয়ে উল্লাসে ভরে তোলেন পুরো বনভোজন ভেন্যু।
বিকাল ৫টায় আবারও চায়ের আয়োজন এবং মজাদার জাল মুড়ি। পরিবেশনে ছিল সাহাদত আমজাদ, রাশেদ, মোগল ও তুলু। খেলাধুলার মাঝে ছিল দৌড়, অন্ধের পাতিল ভাঙ্গা, দুরত্ব নিক্ষেপ ও বালিশ খেলা। বিকাল ৬টায় শুরু হয় বালিশ খেলা পরিচালনায় ছিলেন কাজী আমজাদ, কাজী মোগল, সুমন, সোহেল, আখতার বাবুল ও তুলু। তারপর শুরু হয় সংগঠনের ম্যাগাজিন উদ্বোধনের কাজ। ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন চেয়ারম্যান আলহাজ্জ্ব মেজবাহ উদ্দিন। সাথে ছিলেন সভাপতি আখতার বাবুল, আহ্বায়ক কাজী আমজাদ, সুলতান উদ্দিনসহ আরও অনেকে। তারপর সকলের মাঝে ম্যাগাজিন ‘উয়ারী বটেশ্বর’ বিতরণ করা হয়। বিকাল ৭টায় খেলাধুলার পুরষ্কার ও রাফেল ড্র বিতরণী অনুষ্ঠান।
খেলাধুলার পুরষ্কার বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ্জ্ব মেজবাহ উদ্দিন, সভাপতি আখতার বাবুল, সাধারণ সম্পাদক, কাজী মোগল হেসেন, তুলু ও জনাব বেলাল, কাজী আমজাদ। রাফেল ড্রতে প্রথম পুরষ্কার স্বর্ণের গহনা বিজয়ী হন দিপু দম্পতি। সৌজন্যে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক – প্রেসিডেন্ট কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার। দ্বিতীয় পুরষ্কার : এয়ার টিকেট, বিজয়ী হন জে মোল্লা সানি -সাধারণ সম্পাদক জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, সৌজন্যে : ফকরুল ইসলাম দেলোয়ার-সভাপতি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, তৃতীয় পুরষ্কার : ৬৫” টেলিভিশন, বিজয়ী হন মিসেস রিমি, সৌজন্যে : মোঃ সেলিম রেজা রিয়েলেটর এক্সিট গ্রুপ, চতুর্থ পুরষ্কার : ৫৫” টিভি সৌজন্যে- মোঃ খোকন সিইও নিরব রেস্টুরেন্ট ও হালাল চাইনিজ। ল্যাপটপসহ আর ও ১৫ টি অনেক পুরষ্কার বিতরণ করা হয়। সারাদিনব্যাপি অনুষ্ঠান পরিচালনা করেন ম্যাগাজিন সম্পাদক কাজী মোগল হোসেন। তাকে সাহায্য করেন সভাপতি আখতার বাবুল ও সুমন। সব শেষে সভাপতি সমাপনি ভাষণের মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh