নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
মরমী জ্ঞান সাধক গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী’র স্মৃতিধন্য প্রবাসী শেরপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ২০২৫। গত ৩ আগস্ট রোববার নিউইয়র্ক শহরের অদূরে জর্জেস আইল্যান্ড কাউন্টি পার্কে এ আয়োজন সম্পন্ন হয়। প্রায় দুই শতাধিক প্রবাসী শেরপুরবাসীসহ তাদের শুভাকাংখী ও বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গরা এতে অংশ নেন।দুপুর ১২টার দিকে লাল-নীল রংবেরঙের বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কস হোম কেয়ার ও কুইন্স এডাল্ট ডে কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। নিউইয়র্কের অপূর্ব প্রাকৃতিক সৌর্দযে সজ্জিত জর্জেস আইল্যান্ড কাউন্টি পার্কে দিনব্যাপী বনভোজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অন্ষ্ঠুান ও আকর্ষণীয় য়্যাফেল। পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট হোম কেয়ার ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। তিনি বলেন, শেরপুরবাসীর আমন্ত্রণ পেয়ে আমি খুবই আনন্দিত। আপনাদের আনন্দঘন মূহূর্তে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যেহেতু আমরা হোম কেয়ারের ব্যবসায় সম্পৃক্ত সেহেতু সবার আমন্ত্রণেই ছুটে যেতে হয়। আপনাদের ঘরে বয়স্ক ব্যক্তি থাকলে তাদের যত্ন ও সেবার দায়িত্ব আমরা নেবো। প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করবেন কোন তৃতীয় পক্ষ বা ভায়া নিয়ে কাজ করবেন না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশীয় বিষয়ক উপদেষ্টা ও জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান। তিনি তাঁর বক্তব্যে প্রবাসী শেরপুর জেলা সমিতির সকল কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি আগামী ৪ নভেম্বর আসন্ন নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। যারা সিটিজেন হয়েছেন অথচ এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদেরকে অবিলম্বে ভোটার লিস্টে তালিকাভুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এক্সিট রিয়েলিটি কনটিনেনটালের প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ জাকির এইচ চৌধুরী, আমেরিকা-বাংলাদেশ লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও ষ্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ইন্ডিয়ান- এশিয়ান কারী রেস্টুরেন্ট ও শাপলা কফি হাউজের পরিচালক জামাল আহমেদ ও সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো: আবুল কাশেম, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী , সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মামুন রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বনভোজন কমিটির আহ্বায়ক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান ও সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম জামিল,ব নভোজন কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ মুক্তা, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, আমেরিকান- বাংলাদেশ লায়নস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান জিলানি, শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান নতুন, আলহাজ শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আল- আমিন, সরওয়ারুল হোসেন, সংগঠনের উপদেষ্টা আবদুল হামিদ, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার সাইদুর রহমান লিংকন, মার্কস হোম কেয়ারের ইনজিনিয়ার মোহাম্মদ কাফি ,সংগঠনের যুগ্ম সম্পাদক লিটন জামান, জাতিসংঘ মিশনের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন, মিসেস ফেরদৌস বেগম, রুমা জামান, আনজুমানরা শুভ্রা, উপদেষ্টা আসমাউল হুসনা, নাইছ চৌধুরী, গৌতম চক্রবর্তী মিন্টু, রাকিবুল ইসলাম রাসেল, শামসুন্নাহার সুইটি, খন্দকার মেহেদী হাসান, সাবেরা জামান কচি, রুপচাঁন মিয়া, মোসতারীন আক্তার প্রমুখ।
Posted ১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh