শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফান্ড রেইজিংয়ে মসজিদ আল আরাফা’র নির্মাণ কাজে সাহায্যের আহ্বান

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

ফান্ড রেইজিংয়ে মসজিদ আল আরাফা’র নির্মাণ কাজে সাহায্যের আহ্বান

ফান্ড রেইজিংয়ে অতিথি ও মসজিদ কমিটির কর্মকর্তাবৃন্দ।

জ্যামাইকাস্থ নিউইয়র্ক সিটির অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান আরাফা ইসলামিক সেন্টার এআইসি। মসজিদ আল আরাফা নির্মাণ কাজ চলছে এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। জ্যামাইকার ৮৮-৪৯, ১৭৯ স্ট্রিটে বিশাল জায়গা জুড়ে চলছে নূতন মসজিদ আল আরাফার নির্মাণ কাজ। আরাফা ইসলামিক সেন্টার এর কর্মকর্তাদের অকøান্ত পরিশ্রম ও মুসল্লিদের আর্থিক অনুদানে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে মসজিদটির প্রাথমিক ভিত্তির কাজ। করোনা মহামারিকালে নির্মাণ কাজ স্থগিত ছিলো। এখন আবার কার্যক্রম শুরু হয়েছে। নূতন এই মসজিদটির বাইরের নির্মাণ কাজ সম্পন্ন করতে আনুমানিক ১৬ লাখ ডলার প্রয়োজন। এই মুহূর্তে তহবিলে রয়েছে প্রায় সাড়ে ৮ লাখ ডলার। ফলে জরুরী ভিত্তিতে আরো সাড়ে ৭ লাখ ডলার প্রয়োজন। এই অর্থের জোগানের জন্য এ আইসি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। গত ২৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় এ লক্ষ্যে ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করে এআইসি। বর্তমানে মসজিদ ভবনে আয়োজিত ফান্ড রেইজিং এ সমবেত মুসল্লি এআইসি কর্মকর্তা ও অতিথিবর্গ মুক্ত হস্তে দান করেন। তাৎক্ষণিকভাবে সংগৃহীত এই অর্থের পরিমান দেড় লক্ষাধিক ডলার। সম্ভাব্য বাজেটের জন্য নির্ধারিত বাকি অর্থ সংগ্রহ করতে হবে দ্রুত। এজন্য ফান্ড রেইজিংয়ে বক্তাগণ বিত্তবান মুসলিম ও মুসল্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানান মসজিদ আল আরাফার নির্মাণ কাজে মুক্ত হস্তে দান করার।


এআইসি মসজিদের ধর্মীয় পরিচালক শোয়াইব শেখের উপস্থাপনায় বক্তব্য রাখেন আরাফা ইসলামিক সেন্টারের কর্মকর্তা ও অতিথিবৃন্দ। এআইসির চেয়ারম্যান আমীর খান ধর্মীয় প্রতিষ্ঠান ও মুসলমানদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন দারুস সালাম মসজিদের খতিব ইমাম এম এ মুকিত। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মুসলমানদের অনুদান ও এর ফজিলত সম্পর্কে আলোচনা করেন তিনি।

অতিথি বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন এআইসির ইমাম মুফতি সাঈদুর রহমান, আল ফালাহ ফাউন্ডেশনের ইমাম হাফিজ জাফির আলী, জেএমসির সাবেক সেক্রেটারী ডাঃ জুন্নুন চৌধুরী, স্থানীয় কাউন্সিল ওম্যান নাতাশা উইলিয়ামস, এ আইসির প্রেসিডেন্ট শফিক হাসান, সেক্রেটারী খন্দকার তারিকুল ইসলাম। এআইসির কর্মকর্তা সালাম খান, আহসান হাবীব, মাহফুজ খান, মেসবাহ মাহমুদ, ইব্রাহীম সাদিক, এএসএম আশরাফ সহ অন্যান্যগণ ফান্ডরেইজিংয়ের সার্বিক সহায়তায় ছিলেন।


ফান্ড রেইজিং ডিনাওে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অনু হক, মালেক মিয়া, রাফাত হোসেন, অধ্যাপক শাহাদাত হাসান, এডভোকেট মুজিবুর রহমান, আজিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, জ্যামাইকার ৮৮-৪৯ ১৭৯ প্লেসে সাড়ে ৫ মিলিয়ন ডলার ব্যয়বরাদ্দ সম্বলিত নিউইয়র্ক সিটির অন্যতম বৃহৎ ও অত্যাধুনিক আরাফা ইসলামিক সেন্টার মসজিদ কমপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে। ৮ হাজার ৭শ বর্গফুট জমির উপর ৫ তলা বিশিষ্ট কমপ্লেক্সের প্রথম ধাপে ৩ তলা পর্যন্ত নির্মাণ করা হবে। কর্তৃপক্ষ আশা করছেন, নির্মাণ কাজ শেষ হলে এটি হবে কুইন্স এলাকায় অন্যতম বিরাট মসজিদ। মুসলিম ঐতিহ্যের প্রতীক ছাড়াও মুসলিম সভ্যতা আর আধুনিকতার নিদর্শন। এর মাধ্যমে মুসলিম কমিউনিটিতে নতুন এক দিগন্তের সূচনা হবে। মসজিদকে কেন্দ্র করে মুসলিম আবাসনসহ আর্থিক এবং সামাজিক সমৃদ্ধি ঘটবে। আশপাশ এলাকায় মুসলিম বান্ধব একটি পরিবেশ সৃষ্টি হবে। কর্মকর্তারা বলেন, নির্মাণ কাজ শুরু হওয়ার পর কাজ শেষ হতে প্রায় দুই বছর সময় লাগবে।


জানা গেছে যে, ৬৫ হাজার ডলার ব্যয় করে মসজিদের নকশা তৈরি করা হয়েছে। ২৫টি মসজিদ তৈরীর অভিজ্ঞতাসম্পন্ন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে নির্মাণ কাজের দায়িত্ব। মসজিদ কমপ্লেক্সে পরিকল্পনায় রয়েছে পরুষ মহিলাদের পৃথক নামাজের স্থান, ইসলামিক স্কুল, লাইব্রেরি, সিনিয়র সিটিজেন সেন্টার, ফিউনারেলহোম, শিশুদের খেলার স্থান, প্রথম ও দ্বিতীয় তলায় হবে মসজিদ স্পেস,তৃতীয় তলা হবে ক্লাসরুম। অজু এবং বাথরুমের পযাপ্ত ব্যবস্থা থাকবে মসজিদটিতে। উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় মসজিদ আল-আরাফা। অন্যতম উদ্যোক্তা ছিলেন মরহুম এসএম হায়দার আলী, আব্দুল ওয়াদুদ ও শফিক হাসান । ২০০৭ সালের ৩০ নভেম্বর প্রথম জুমা অনুষ্ঠিত হয় এ মসজিদে। ২০০৮ সালে মসজিদে তারাবির নামাজ এবং ঈদ জামাত চালু হয়। ২০১০ সালে চালু হয় সামার স্কুল। ২০১৩ ও ২০১৪ সালে মসজিদের জমি ক্রয় সম্পন্ন হয়। ২০১৫ সালে উদ্যোগ নেয়া হয় নিজস্ব জমিতে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মসজিদ নির্মাণের। উদ্যোগটি এখন সফলতার চুড়ান্ত পর্যায়ে।
যেভাবে অনুদান দেয়া যাবে-

Zelle to [email protected], [email protected] (Recipient:Masjid Al-Arapha Inc.)
A/C#369035701, Chase Bank.
PayPal at [email protected], [email protected]

advertisement

Posted ২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.