শনিবার, ১৬ আগস্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সেমিটারি কাজ উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

বাংলাদেশ সেমিটারি কাজ উদ্বোধন

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বহুল প্রত্যাশিত ‘বাংলাদেশ সেমিট্রি’র কাজের উদ্বোধন হলো। গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র উদ্যোগ ও ব্যবস্থাপনায় নিউইয়র্কে লক্ষাধীক কবরের ‘বাংলাদেশ সেমিট্রি’র কাজ ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রকল্প এলাকায় বিশেষ দোয়া মুনাজাতের পর রং বে রং এর এক গুচ্ছ বেলুন আর ‘শান্তির দূত’ কবুতর উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। এই লক্ষ্যে নিউইয়র্কের আপষ্টেটে স্কটটাউনে প্রায় ১২৬ একর জমি নগদ অর্থে গত বছরের ১৬ ডিসেম্বর ক্রয় সম্পন্ন হয়। নানা প্রতিকূলতা কাটিয়ে অবশেষে বৃহৎ এই প্রকল্পের কাজ শুরু হলো।  উল্লেখ্য, বৃহৎ এই প্রকল্পে কবরের ব্যবস্থা ছাড়াও ফিউনেরাল ও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। প্রচন্ড বৃষ্টির মধ্যে ছামিয়ানার নীচে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।। নিউইয়র্ক (ইউএনএ) :

গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি নাজমুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম মওলানা রহুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ সেমিট্রি’ প্রকল্পের চেয়ারম্যান ও গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র প্রধান উপদেষ্টা হাজী মফিজুর রহমান, প্রকল্পের আহ্বায়ক এবং বাংলাদেশ সোসাইটি ও গ্রেটার নোয়াখালী সোসাইটি’র সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, গ্রেটার নোয়াখালী সোসাইটির কর্মকর্তাদের মধ্যে ট্রাষ্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবুল হাসেম, বেলার মসজিদের ইমাম ড. আনসারুল করিম, জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরী, আল নূর সেন্টারের কর্ণধার মুফতি মোহাম্মদ ইসমাইল, গ্রেটার নোয়াখালী সোসাইটি’র সাবেক সাধারণ সম্পদক নূরুল আমীন, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজ প্রমুখ। এড়াও উক্ত প্রকল্পে কবর ক্রয়কারী প্রবাসী বরিশাল ডিভিশন ওয়েলফেয়ার এসোসিয়েশন, মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস, দাঁগনভূইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকা, নরসিংদী জেলা সমিতি ইউএসএ, বাংলাদেশ আমেরিকান কার এন্ড লিমোজিন এসোসিয়েশন, ভোলা ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ প্রভৃতি সংগঠনের প্রতিনিধিরাও প্রকল্পের সাফল্য কামনা এবং আরো কবর ক্রয়ের প্রতিশ্রুতি দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এই পর্ব পরিচালনা করেন গ্রেটার নোয়াখালী সোসাইটি’র সাধারণ সম্পদক ইউসূপ জসিম।

অনুষ্ঠানে বক্তারা গ্রেটার নোয়াখালী সোসাইটির এমন মহৎ ও ধর্মীয় উদ্যোগে প্রশংসা বিশেষ করে মূল উদ্যোক্তা জাহিদ মিন্টার সাহসী উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন এবং কোন কোন বক্তা ‘বাংলাদেশ সেমিট্রি’র নাম সম্ভব হলে ‘বাংলাদেশ মুসলিম সেমিট্রি’ রাখার প্রস্তাব করেন। অনুষ্ঠানে উক্ত প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও প্রকল্পের সদস্য সচিব এবং পরিচালক জাহিদ মিন্টু প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন বলেন, ক্রয়কৃত ‘বাংলাদেশ সেমিট্রি’র মাটির পরীক্ষা সহ অন্যান্য কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হলো। এতে পর্যায়ক্রমে লক্ষাধিক কবর তৈরী করা হবে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে কবরে লাশ দাফন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইতিমধ্যেই বিভিন্ন মসজিদ কমিটি, প্রতিষ্ঠান, সংগঠন ২০ হাজারের মতো কবর ক্রয় করেছেন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে হাফেজ রফিকুল ইসলাম ও মুফতি আব্দুল মালেক এবং সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক হককথা ও আজকাল সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী সহ বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন ও মাইনুল ইসলাম মাহবুব, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি শাহাদৎ হেসেন, গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি মোহাম্মদ তাজু মিয়া, সহ সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ রুবেল, দপ্তর সম্পাদক মিরন কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তাবু, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মাহবুবল হক ও আব্দুল মালেক খান প্রমুখ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে জোহরের নামাজ অদায় করার পর জাহিদ মিন্টুর নেতৃত্বে রং বে রং এর এক গুচ্ছ বেলুন আর ‘শান্তির দূত’ কবুতর উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। এসময় প্রবাসীরা উপস্থিত থেকে ‘আল্লাহ আকবর, আল্লাহ আকবর ধ্বনী’ তুলেন।

Posted ১:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.