নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক আয়োজিত বার্ষিক পারিবারিক মিলনমেলা ও নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক গত ১৮ নভেম্বর সিটির আগ্রা পার্টি হলে অনুষ্ঠিত হয়। এসোসিয়শনের সভাপতি কৃষিবিদ কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ সুভাষ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্বহিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও পশু সম্পদ অনুষদের সাবেক ডীন ডঃ এ, এ, এম,তারেক, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ সদরুল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাকসু নেতা কৃষিবিদ ডঃ প্রদীপ রঞ্জন কর। মঞ্চে উপস্থিত ছিলেন পারিবারিক মিলনমেলা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্ন্বয়কারী কৃষিবিদ শওকত আনোয়ার ও সদস্য সচিব কৃষিবিদ মশিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রত্যেককে একযোগে শপথ পাঠ করান গেষ্ট অব অনার প্রফেসর জনাব সদরুল আমিন। বক্তাগণ বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষিবিদদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্য প্রদান শেষে সাংস্কৃতিক সম্পাদক মলয় বিশ্বাসের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব কৃষিবিদ এবং পরিবারের সদস্যদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় যাতে অংশগ্রহণ করেন রিশান ও ঋদ্বি শর্মা, দেবযানী বর্মন, শুদ্ধ সরকার, অনোরা সরকার, ইন্দ্রনীল বিশ্বাস, সুপর্ণ কুন্ডু, জলি কর, বাবুল সরকার, শাবনাজ আনোয়ার, বিপ্লব গুপ্ত ও মলয় বিশ্বাস।
সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুরের মায়াজালে দর্শকদের মাতিয়ে রাখেন ক্লোজ আপ ওয়ান তারকা শশী।শিল্পীর সাথে দ্বৈত সংগীত পরিবেশন ও সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রনে ছিলেন নিউইয়র্ক সিটির পুলিশ অফিসার ও সংগীত শিল্পী সজল রায়। আয়োজকদের অক্লান্ত পরিশ্রম ও অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতির জন্য সম্ভব হয়েছে প্রায় ২০০ মানুষকে নিয়ে এই সফল অনুষ্ঠান আয়োজনের।
Posted ৯:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh