নিউইয়র্ক | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
লায়ন গভর্নর শংকর কুমার রায়ের সঙ্গে সস্ত্রীক আসেফবারী টুটুল।
আন্তর্জাতিক লায়ন আন্দোলনের গুরুত্বপূর্ণ মিলনক্ষেত্র নিউইয়র্ক সিটি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ বাংলাদেশের ২০২৫-২০২৬ সালের নির্বাচিত গভর্নর শংকর কুমার রায় আগামী ১২ থেকে ১৮ জুলাই ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনভেনশনে যোগদানের উদ্দেশ্যে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কের বারী এস্টেটে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়ছ। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ডিস্ট্রিক্ট ২০ আর ২-এর ইনকামিং গভর্নর আসেফ বারী এবং তার গভর্নর স্পাউস মুনমুন হাসিনা বারী। সংবর্ধনায় শংকর কুমার রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন লায়ন স্মৃতি রায় (লেডি গভর্নর), লায়ন খন্দকার কামরুল হাসান এমজেএফ এবং লায়ন শামীমা আক্তার। আগত অতিথিদের লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। নৈশভোজের আয়োজন ছিল জাঁকজমকপূর্ণ। লায়ন শংকর কুমার রায়কে ‘প্রোক্লোমেশন’ ও সম্মাননা প্রদান করা হয়।
লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যতম বৃহত্তম সেবামূলক সংগঠন, যা ১২০টিরও বেশি দেশে বিস্তৃত এবং লক্ষ লক্ষ লায়ন্স সদস্য স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজের কল্যাণে নিবেদিত। সংগঠনটি মূলত পাঁচটি প্রধান ক্ষেত্রে কাজ করে: দৃষ্টিশক্তি রক্ষা (অন্ধত্ব প্রতিরোধে কর্মসূচি, বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন), পরিবেশ সংরক্ষণ (বনায়ন, নদী দূষণ রোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি), ক্ষুধা নিবারণ (খাদ্য বিতরণ কর্মসূচি ও খাদ্য নিরাপত্তাহীনতামোকাবিলায় সহায়তা), ডায়াবেটিস প্রতিরোধ (সচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিং ও সহায়তামূলক কার্যক্রম), এবং শৈশবের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই (আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো)। এই বৈশ্বিক সংগঠন জাতিসংঘের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখে।
Posted ১১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh