শুক্রবার, ৩ মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বারী হোম কেয়ারের নিউইয়র্ক স্টেটের সম্মাননা লাভ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

বারী হোম কেয়ারের নিউইয়র্ক স্টেটের সম্মাননা লাভ

নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসে অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার । গত ২০২০ সালে নিউ ইয়র্ক সিটিতে হোমকেয়ার ব্যবসার ক্ষেত্রে লিড এফআই (ঋও) প্রদানের জন্য নিউ ইয়র্ক উবঢ়ধৎঃসৎহঃ ড়ভ ঐবধষঃয সকল হোম কেয়ার এজেন্সীর কাছ থেকে আবেদন গ্রহন করেছিল। তখন প্রায় ৪০০ হোমকেয়ার এজেন্সীর মধ্য থেকে নিউ ইয়র্ক ষ্টেট মাত্র ৬৫ টি হোমকেয়ার এজেন্সীকে প্রাথমিক ভাবে বাছাই করে। এর ফলে অন্যান্য হোম কেয়ার এজেন্সীগুলোর কাছ থেকে প্রতিবাদের ঝড় উঠে। তারই পরিপ্রেক্ষিতে অনেক আলোচনার পর গত ৮ এপ্রিল সিনেটে আইন পাশ করা হয় যে, বিগত ২০২০ সালের ১ জানুয়ারি ওই বছরের ১ মার্চ এর মধ্যে যে সমস্ত হোম কেয়ার এজেন্সীতে ২০০ ক্লায়েন্টের সার্ভিস দেয়া হয়েছে তাদেরকে লিড এফ আই (খবধফ ঋও) প্রদান করা হবে। ফলস্বরুপ আরো বেশ কিছু হোম কেয়ার এজেন্সী লিড এফ আই হিসেবে অন্তরভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে। এক্ষেত্রে বাংলাদেশী হোম কেয়ার এজেন্সী বারী হোম কেয়ার অন্যতম।

নিউ ইয়র্কে হোম কেয়ার সার্ভিসে অত্যন্ত জনপ্রিয় এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার যা দীর্ঘ দিনধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের হোম কেয়ার সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) জানান, “প্রায় অর্ধ যুগ ধরে হোমাকেয়ার সেবা প্রদানে আমাদের পরিশ্রম এবং নিষ্ঠার ফসল আজকের এই অর্জন। নিউ ইয়র্ক স্টেট কর্তৃক লিড এফ আই অর্জনের এই বিরল সম্মান আমাদের গ্রাহকদের ভবিষ্যতে আরো নিবেদিতপ্রাণ সেবা দিতে উদবুদ্ধ করবে।”


উল্ল্যেখ্য, বারী হোম কেয়ার নিউ ইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে মেডিকেইড অনুমোদিত সিডিপেপ প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকে এবং হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা দেয়। আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান বারী হোম কেয়ার। এছাড়াও বারী হোম কেয়ার চলমান কেস ট্রান্সফার করে, সর্বোচ্চ ঘন্টা এবং সর্বোচ্চ আয়ের নিশ্চয়তা প্রদান করে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলীন, ওজোন পার্ক, লং আইল্যান্ড, বাফেলোসহ বারী হোম কেয়ারের সবগুলি অফিস কমিউনিটিতে বয়স্ক এবং অক্ষমদের সর্বক্ষণ সেবা দিয়ে চলেছে। মেডিকেডের আওতাভুক্ত যে কেউ হোম কেয়ার সার্ভিস নিতে পারেন। প্রতিষ্ঠানটি কেয়ার গিভারের চাকরীও প্রদান করে। যোগাযোগ: ৭১৮-৮৯৮-৭১০০, ৭১৮-২৯১-৪১৬৩, ৬৩১-৪২৮-১৯০১

এদিকে করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে বাঙালী কমিউনিটিতে আর্ত মানবতার সেবায় নিবেদিতপ্রান অবদান রাখবার জন্য কোভিড-১৯ অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন, কমিউনিটির প্রিয়মুখ নিউ ইয়র্ক – বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট, রংপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও বারী হোম কেয়ার এর সিইও আসেফ বারী (টুটুল)।
মহামারী কোভিড-১৯ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা কমিউনিউটির মানুষের পাশে দাড়িয়েছেন। সম্মিলিত সাংগঠনিক উদ্যোগ কিংবা ব্যক্তিগতভাবে ছুটে গিয়েছেন সাহায্যপ্রার্থীদের কাছে। তাদের প্রতি সম্মাননা জানাতে ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট এই অ্যাওয়ার্ড দেন। উল্লেখ্য, করোনারালীন সময়ে নিজ অর্থায়নে করোনায় মৃত্যুবরনকারীদের জন্য মৃতদেহ দাফনের ব্যবস্হা, ফ্রি কোভিড টেস্ট, হালাল খাবার সরবরাহ, অর্থ সহায়তা, ফ্রি রক্তদান কর্মসূচী এবং ফ্রি ফ্লু শট প্রদান কর্মসূচী পরিচালনার মাধ্যমে কমিউনিটির মানুষের প্রতি নি:স্বার্থ সেবার হাত বাড়িয়েছিলেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল )। তিনি জানান, “মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রার্থনা করছি সব সময় যেন কমিউনিটির সেবায় নিবেদিতপ্রান ভুমিকা রাখতে পারি।” -প্রেস বিজ্ঞপ্তি


advertisement

Posted ৬:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.