বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির বাস ও সাবওয়ে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এমটিএ। নতুন ভাড়া হবে রাইড প্রতি ৩ ডলার। সেই সাথে আনলিমিটেড ৩০ দিনের ফেয়ারও বাদ দেয়া হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ জানুয়ারি থেকে এই ভাড়া কার্যকর হবে এমটিএর সূত্রে খবর প্রকাশিত হয়েছে। গত ৩০ জুলাই বুধবারের বোর্ড মিটিংয়ে এমটিএ কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন। উল্লেখ্য আগামী বছর থেকে পুরোদমে চালু হবে OMNY ডিজিটাল সিস্টেম। ৩০ দিনের আনলিমিটেড ফেয়ার অপশন না থাকলেও ৭ দিনের আনলিমিটেড অপশন থাকবে। বর্তমানে ৭ দিনের আনলিমিটেড ফেয়ার ৩৪ ডলারের পরিবর্তে ৩৬ ডলার হবে।
এমটিএ এক্সপ্রেস বাসের জন্যও আনলিমিটেড উইকলি পাস দেবে। এর দাম হবে ৬৭ ডলার। যেদিন থেকে ঙগঘণতে পে করা হবে সেদিন থেকেই এই সাপ্তাহিক ভাড়া পরবতীর্ ৭ দিনের জন্য প্রযোজ্য হবে। এমটিএ’র বোর্ড মিটিংএর সিদ্ধান্ত অনুযায়ী ব্রিজ ও টানেলের টোল বাড়বে ৭.৫% হারে। আর মেট্রোনর্থ এবং লং আইল্যান্ড রেল রোডের যাত্রীরা রাউন্ড ট্রিপ টিকিট কিনতে পারবে না। তার পরিবর্তে ডে—পাস কিনতে পারবে। কার্ড একটিভেট করার ৪ ঘন্টা পর এর ভ্যালিডিটি এক্সপায়ার হবে।
যেসব গাড়ি E-ZPass ব্যবহার করে তাদের ব্রিজ বা টানেলের ক্রসিংএ ৫২ সেন্ট বেশি পে করতে হবে। এইসব ব্রিজ ও টানেলের মধ্যে রয়েছে আরএফকে, হোয়াইটস্টোন, থ্রগস নেক ও ভেরাজানো ব্রিজ এবং কুইন্স-মিডটাউন ও ব্রুকলীন ব্যটারি টানেল। হেনরি হাডসন ব্রিজের টোল বাড়বে ২৪ সেন্ট, ক্রস বে এবং মেরিন পার্কওয়ে ব্রিজের টোল বাড়বে ২০ সেন্ট। তবে ম্যানহ্যাটানে কনজেশন প্রাইস বাড়বে না। আগামী বছর থেকে রিইউজেবল OMNY কার্ডের ফিস ১ ডলার থেকে বেড়ে ২ ডলার হবে। এমটিএ’র বড় সিদ্ধান্ত হলো আগামী বছর জানুয়ারি থেকে আর মেট্রোকার্ড বিক্রি হবে না।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh