নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
বাংলা গানের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করায় প্রবাসে বাঙালী কৃষ্টি-সংস্কৃতি ও ঐতিহ্য বয়ে নিয়ে চলা সাংস্কৃতিক শিক্ষা সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) চলতি বছর দুইজন উত্তরাধিকার নির্বাচন করেছে। তারা হলেন- কামিলিয়া সোফিয়া আলম ও ফারমিন রহমান। গত ২৮ জুন শনিবার বিকালে নিউইয়র্কের কুইন্সে জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টার মিলনায়তনে এই দুই শিল্পী তাদের প্রতিভার স্বাক্ষর রাখেন। সংস্কৃতিমনা বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন তাদের গান।
নিলোফার জরিন ও তার কন্যা মালিহা মাহজুবা মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সঙ্গীত পরিবেশন করেন ফারমিন রহমান। তিনি পরিবেশন করেন রবীন্দ্র-নজরুল, উচ্চাঙ্গ ও আধুনিক গান। সাবিনা শারমীন ও তার কন্যা শায়ান শারমীনের সঞ্চালনায় দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন কামিলিয়া সোফিয়া আলম। তিনি পরিবেশন করেন রবীন্দ্র-নজরুল, উচ্চাঙ্গ ও আধুনিক গান।
অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য দেন সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও কাজী রফিক। বিপা’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন এ্যানি ফেরদৌস, সেলিমা আশরাফ ও নিলোফার জাহান।
Posted ১:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh