বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিয়ানীবাজার সমিতির নির্বাচনে মান্নান-মাহবুব প্যানেলের জয়

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

বিয়ানীবাজার সমিতির নির্বাচনে মান্নান-মাহবুব প্যানেলের জয়

মো. আব্দুল মান্নান-নাজমুল হক মাহবুব

যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর দ্বি-বার্ষিক (২০২২-২৩) নির্বাচনে মান্নান-মাহবুব প্যানেল বিপুল ভোটে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। গত ১০ অক্টোবর নিউইয়র্কের কুইন্সের উডহ্যাভেনে অবস্থিত জয়া হলে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও প্রাচীনতম আঞ্চলিক এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১০টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। ১৯টি পদে দুই প্যানেল থেকে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে রোববার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশনের প্রধান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভোট কেন্দ্রেই ফলাফল ঘোষণা করেন। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা যথাক্রমে হিফজুর এম রহমান, জালাল উদ্দিন আহমেদ, কামাল চৌধুরী ও মোহাম্মদ হেলাল উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

নির্বাচনে সমিতির মোট ৫ হাজার ৩৬৭জন ভোটারের মধ্যে ৩ হাজার ২৫৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। সমিতির নির্বাচনে সভাপতি পদে সাবেক উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান ও সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম অপু ও সদস্য নাজমুল হক মাহবুব প্রতিদ্বন্দ্বিতা করেন।


ফলাফলে মান্নান-মাহবুব প্যানেলের আব্দুল মান্নান এক হাজার ৮৪৭ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। অপরদিকে মিসবাহ-অপু প্যানেলের সভাপতি প্রার্থী মিসবাহ আহমেদ পেয়েছেন এক হাজার ৩৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মান্নান-মাহবুব প্যানেলের নাজমুল হক (মাহবুব) এক হাজার ৬৬০ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল আলম (অপু) পেয়েছেন এক হাজার ৪৭৯ ভোট।


মান্নান-মাহবুব প্যানেলের অন্যান্য বিজয়ী প্রার্থীদের মধ্যে সহ সভাপতি পদে ফয়জুর মিয়া (এক হাজার ৭৬৩ ভোট), সহ সাধারণ সম্পাদক পদে আব্দুর নুর হারুন (এক হাজার ৫৬৭ ভোট), কোষাধ্যক্ষ পদে আব্দুল হান্নান দুখু (এক হাজার ৭৮২ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে আবু তৈয়ব মো. তালহা (এক হাজার ৬৮৫ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অনিক রাজ (এক হাজার ৬৫৭ ভোট), দফতর সম্পাদক পদে আব্দুল হামিদ (এক হাজার ৭৩৫ ভোট), প্রচার সম্পাদক পদে আব্দুল হাকিম (এক হাজার ৭৮০ ভোট), ক্রীড়া সম্পাদক পদে কিবরিয়া আহমেদ শাহিদ (এক হাজার ৭৪৬ ভোট), সমাজকল্যাণ সম্পাদক পদে আক্তারুজ্জামান শাহীন মালিক (এক হাজার ৬৮০ ভোট), মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আহমেদ (এক হাজার ৭৫৬ ভোট), কার্যকরী সদস্য পদে জামাল হোসেন (এক হাজার ৭৮০ ভোট), মো. খলকুর রহমান (এক হাজার ৭১৩ ভোট), মো. রাজ্জাক মুন্না (এক হাজার ৭৪৩ ভোট), নুর উদ্দীন (এক হাজার ৭৩৪ ভোট), ফখরুল হক (এক হাজার ভোট), হোসেন আহমদ (এক হাজার ৭২৩ ভোট) ও মো. আবু তাহের ১৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে সমিতির নির্বাচনকে ঘিরে প্রবাসী বিয়ানীবাজারবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সবাইকে করোনা সংক্রমণসহ স্বাস্থ্য সুরক্ষায় কোভিড প্রটোকল মেনে চলতে হয়েছে।


এবারের নির্বাচনে সমিতির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান ও সদস্য নাজমুল হক মাহবুবের নেতৃত্বে ‘মান্নান-মাহবুব’ প্যানেল ‘সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল ও নতুন নেতৃত্বেও প্রত্যাশায়’ শ্লোগান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপরদিকে সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক রেজাউল আলম অপুর নেতৃত্বে ‘মিসবাহ-অপু’ প্যানেল ‘আমরা নিষ্ঠা, সততা ও ঐক্যে বিশ্বাসী’ শ্লোগান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিপুল ভোটে বিজয়ী করায় বিয়ানীবাজার বাজার সমিতির ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিজয়ী সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এদিকে নির্বাচন ঘিরে প্রবাসী বিয়ানীবাজারবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সাজ সাজ রব ছিল নিউইয়র্কের বিয়ানীবাজার পাড়া খ্যাত ওজন পার্ক। বিপুল উৎসাহ-উদ্দীপনায় প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থী, সমর্থক আর শুভানুধ্যায়ীরা পৃথক পৃথক মিছিল করে মনোয়নপত্র দাখিল করেন। সভা-সমাবেশ করেন। সব মিলিয়ে ওজন পার্ক এলাকা পরিণত হয় একখন্ড বিয়ানীবাজারে। মেঘলা সকাল আর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হলেও অপরাহ্নে মেঘ কেটে যায়। বিপুল সংখ্যক ভোটার, সমর্থক আর শুভান্যুধায়ীদের উপস্থিতিতে জয়া হল প্রাঙ্গণ এক খন্ড বিয়ানীবাজার উপজেলায় পরিণত হয়। বিশেষ করে বৃহত্তর সিলেটের প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ নির্বাচন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটের গুরুত্ব আরো বাড়িয়ে দেন। তবে ভোট কেন্দ্রের বাইরে ফুটপাতে মাঝে-মধ্যে খানিকটা উত্তেজনা বিরাজ করলেও সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। উল্লেখ্য, বিয়ানীবাজার সমিতির ইতিহাসে এবারই সর্বোচ্চ পাঁচ হাজারেরও বেশি ভোটার নিয়ে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের অন্যতম বৃহৎ ও পুরনো আঞ্চলিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র নির্বাচন।

advertisement

Posted ৮:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.