নিউইয়র্ক : | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
ছবি : সংগৃহীত
গত ৪ জুলাই শুক্রবার বিকেলে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রঙ্কস বাংলাদেশ ওমেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস ( বাফা) এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন ও সঞ্চালনা করেন সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনকের সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কুমিল্লা সোসাইটি ইউ.এস.এ ইনক্ এর সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এইচএম মিজানুর রহমান। গীত পাঠ করেন বিজয় কৃষ্ণ সাহা।
এর পর যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ফোর্থ অফ জুলাই ছিল ফেডারেল ছুটির দিন। বাংলাদেশী কমিউনিটি অধ্যুষিত ব্রঙ্কস বাংলাবাজার, ইউনিয়ন পোর্ট রোড এবং ওলমস্টেড অ্যাভিনিউ (ট্রাই-অ্যাঙ্গেল ) পদ্মা সেলুনের সামনে ১৬ টি সংগঠনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয় ২৪৯ তম যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস। স্বাগত বক্তব্য রাখেন ফোর্থ জুলাই আয়োজক কমিটি ২০২৫ এর আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক্ এর সভাপতি শামীম আহমেদ।
স্বাধীনতা ঘোষনাপত্র লেখক ও সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসন কথা উল্লেখ করে ১৭৭৬ সালে কিভাবে স্বাধীনতার ঘোষনাপত্র গৃহিত হয় এবং তেরোটি উপনিবেশ একএিত হয়ে ব্রিটেনের রাজা, রাজা জর্জ তৃতীয়-এর অধীন হতে কিভাবে স্বতন্ত্র রাষ্ট্র গঠন করে তা বিস্তারিত ব্যাখ্যা করেন-অধ্যক্ষ ছানা উল্লাহ। দিনটির গুরুত্ব তুলে ধরে আরো বক্তব্য রাখেন আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুস শহীদ।
তিনি বলেন আগামীতে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক্ এর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ব্রঙ্কসে জাতীয় অনুষ্ঠান করতে একমত পোষণ করছি। এই দিনটি কমিউনিটি সাধারণ জনগণ, আমেরিকান বাংলাদেশী, মুল ধারার রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীদের আলোচনা, কবিতা ও গানের মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সোসাইটি ইনক্ এর বোর্ড অব ট্রাস্টিস সদস্য জুনেদ আহমেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের সভাপতি মাহবুব আলম, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ ইনক এর সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড এর পৃষ্ঠপোষক তোফায়েল আহমেদ চৌধুরী, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী আব্দুস ছালাম, রাজনীতিবিদ হাসান আলী, এম এ মুহিত, গৌরীপুর কলেজ সংসদের সাবেক ভিপি বিজয় কৃষ্ণ সাহা। জালালাবাদ এসোসিয়েশন ইনক্ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সহ-সভাপতি মোঃ লুকমান হোসেন লুকু। কুমিল্লা সোসাইটি ইনক্ এর সাবেক সভাপতি খবির উদ্দিন ভূঁইয়া। ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি কামাল উদ্দিন। সিপিএ জাকির চৌধুরী।
আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক্ এর সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিলন, উপস্হাপক রেজা আব্দুল্লাহ। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক্ এর সহ-সভাপতি মুস্তাকুর রহমান লিটন, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ওলি আহাদ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর সুহেল, যুব ও কীড়া সম্পাদক রায়হান পারভেজ, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর দেব, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক শফিকুর রহমান ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, কার্যকরী সদস্য কাজিরুল ইসলাম শিপন, জহিরুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ মুমিত তানিম। গ্রেটার সিরাজগঞ্জ ডিস্টিক সোসাইটি ইনক্ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
সম্মিলিত বরিশাল বিভাগবাসীর সাধারন সম্পাদক লস্কর, মইজুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক মঞ্জুরুল বিপ্লব। কুমিল্লা সোসাইটির সাধারণ সম্পাদক রিপন সরকার, সারাফত উদ্দিন পাটোয়ারী স্বপন মাস্টার। তিতাস মাল্টি সার্ভিস এর সিইও এবং আভা সংগঠনের চেয়ারম্যান বি মেহের চৌধুরী। বাংলাদেশ ল সোসাইটির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রেদয়ানা রাজ্জাক সেতু। মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ডর পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা হালিম মুন্সী, মুক্তিযোদ্ধা সরকার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা আবু জাফর,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সহ-সভাপতি লিয়াকত আলী, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম নাসির, প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আবু তাহের চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান রহমান, কার্যকরী সদস্য আনোয়ার ইসলাম, কর্পোরেট (অব:) আব্দুল মতিন, মোহাম্মদ কামাল।
বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন এর সহ-সভাপতি মোঃ বেলাল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সুমন চৌধুরী। হৃদয় বাংলাদেশ এর সভাপতি সাইদুর রহমান লিংকন। মিডিয়া লাইফ করেন সাংবাদিক শেখ শফিকুর রহমান, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, কবি আবু তাহের চৌধুরী, রোকন আহমেদ। আরো উপস্হিত ছিলেন সাইদ আহমেদ, এমডি গোলাম সাদমান, আতিক রহমান,মোহাম্মদ আলম, আজমল চৌধুরী,তোফাজ্জল আলী, আবুল কাসেম, শাহরিয়ার আহমেদ,কয়চর করিম, মোঃ বাচ্চু, গোলাম হোসেন, রুমা প্রমুখ।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh