বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
ফাইল ছবি
ব্রুকলিনের রালফ সাবওয়ে স্টেশনে গত মঙ্গলবার সন্ধ্যায় ‘সি’ ট্রেন থামার পর এক বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছে। আহতদের একজন ১৭ বছর বয়সী কিশোর, অপরজনের বয়স ৪০ বছর। পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রুকলিনের বেডফোর্ড-স্টুইভেস্যান্ট নেইবারহুডের একটি স্টেশনের দিকে যাওয়ার সময় একটি চলন্ত ট্রেনের কম্পর্টমেন্টে একজন বন্দুকধারী ১৭ বছর বয়সী এক কিশোর এবং তার ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে।
কিশোরের ডান হাতে গুলি লেগেছে। তাকে ম্যানহাটনের বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর গুলিবিদ্ধ ব্যক্তিকে ব্রুকলিনের কিংস কাউন্টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ের গোড়ালিতে গুলি লেগেছে। উভয়ের অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে।ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বন্দুকধারী এবং গুলিবিদ্ধরা পরস্পরকে চিনতেন কিনা তা স্পষ্ট নয়। মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার পর প্রায় দুই ঘন্টা ব্রডওয়ে জংশন এবং হোয়েট-শেরমানহর্ন স্ট্রিটের মধ্যে ‘সি’ ট্রেন চলাচল বন্ধ ছিল।
Posted ৯:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh