শনিবার, ১২ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মামদানির সাথে শ্রমজীবীদেরও বিজয় হয়েছে

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মামদানির সাথে শ্রমজীবীদেরও বিজয় হয়েছে

ছবি : সংগৃহীত

গত ২৪ জুন নিউইয়র্কবাসীরা ইতিহাস তৈরি করেছে। দক্ষিণ এশীয়, ইন্দো-ক্যারিবিয়ান এবং মুসলিম সম্প্রদায়ের শ্রমিক শ্রেণীর একটি বিস্তৃত, বহুজাতিক শ্রমিক জোট মেয়র প্রাইমারিতে এক সুনির্দিষ্ট বিজয় অর্জন করেছে, নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হিসেবে জোহরান মামদানিকে নির্বাচিত করেছে। গত কয়েক দশক ধরে এই শহরের মেয়রগণ নগরবাসীর জীবনকে দুর্বিসহ করে তুলেছে এরই ফলশ্রুতিতে ‘ড্রাম’ এর দীর্ঘ সাংগঠনিক কার্যক্রমের ফসল এই বিজয় বলে উল্লেখ করা হয়েছে ‘ড্রাম’ এর প্রেস বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, দ্রব্যমূল্যের উর্ধগতি , অপরাধ প্রবণতার বৃদ্ধির সাথে সাথে আমরা একে একে গণ পরিসেবাগুলো হারিয়েছি। গত অক্টোবর মাসে ড্রাম বিটস, নিউইয়র্ক ডেমোক্রেট সোশালিস্ট অফ আমেরিকা, ক্যাভ ভয়েস এবং নিউইয়র্ক কমিউনিটিস ফর চেঞ্জ এর সাথে মিলে জোহরানকে সমর্থন দিয়েছিল। এটাই একটা সুযোগ, যখন আমরা এমন একজনকে মেয়র নির্বাচিত করতে চাই যিনি বাস্তবিক গুণগত পরিবর্তন আনার জন্য আমাদের জন্য লড়াই করবেন ।

যা আমরা আগেই জেনেছিলাম জরিপগুলো সেটাই নিশ্চিত করেছেঃ এই শহরের শ্রমজীবী মানুষ – এই শহরকে সাশ্রয়ী, উন্নত পরিবহন সেবা, সস্তা দ্রব্যমূল্য, স্থিতিশীল আবাসন এবং বাস্তুচ্যুতি ও ডিাপোর্টেশনের অবসান দেখতে চায়। যখন গণতান্ত্রিক যন্ত্রগুলো দুশ্চিন্তা এবং প্রার্থনা করতে বলেছিল তখন আমরা একটি ন্যায় ও মর্যাদার শহর ফিরে পেতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আমরা জনগণকে সংগঠিত করেছি।
নিউইয়র্ক শহরে আমাদের বেসগুলো – রিচমন্ডহিল, ওজন পার্ক, হিলসাইড, জ্যামাইকা, জ্যাকসনহাইটস, কেন্সিংটন, মিডউড, এবং পার্কচেষ্টারে জোহরান জিতেছে। ফলে এমন একটি শহরের আমাদের স্বপ্ন জয়লাভ করেছে যেখানে আমরা সকলেই উন্নতি করতে পারি।

আমরা ১৫০,০০০-এরও বেশি দক্ষিণ এশীয় এবং ইন্দো-ক্যারিবিয়ান নিউইয়র্কবাসীর সাথে কথা বলেছি, প্রায় ১০,০০০ দরজায় কড়া নেড়েছি, ফোনে, টেক্সটে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বার্তায় ২০,০০০-এরও বেশি কথা বলেছি, তাদের উপাসনালয়ে, রাস্তায়, আমাদের কমিউনিটি অনুষ্ঠানে, সংবাদপত্রে, টিভিতে এবং তাদের বাড়িতে মানুষের সাথে কথা বলেছি। এই জোট জোহরানকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দিয়ে ঐতিহাসিক সংখ্যায় পরিণত করেছে। বেসমেন্ট অ্যাপার্টমেন্টের মসজিদ থেকে শুরু করে পার্কচেস্টারের ইফতার, আদিবাসী নেপালি সম্প্রদায়ের দ্বারা আয়োজিত উৎসব, ড্রাম বিটস এবং আমাদের স্থানীয় সাংগঠনিক অংশীদাররা বার্তাটি স্পষ্ট এবং সহজলভ্য করে তুলেছে। নিউ ইয়র্কের রাজনৈতিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দক্ষিণ এশীয়, ইন্দো-ক্যারিবীয় এবং মুসলিম সম্প্রদায়কে অপ্রাসঙ্গিক বলে মনে করে আসছে এবং এই প্রচারণা তার ব্যার্থতা প্রমাণ করেছে।

বিজ্ঞতিতে আরো বলা হয় যে, দক্ষিণ এশীয় এবং ইন্দো-ক্যারিবীয় শ্রমজীবী হিসেবে, আমাদের সংগ্রাম এই শহরের প্রতিটি শ্রমজীবী মানুষের সংগ্রাম। আমাদের জনগণের কাছে সাশ্রয়ী মূল্য, শিশু যত্ন এবং ফিলিস্তিন সম্পর্কে কথা বলা হল, বস্তুগত পরিবর্তন নিশ্চিত করার এবং নিউ ইয়র্ক সিটির জন্য একটি প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে জনপ্রিয় করার বিজয়ী কৌশল। আমাদের শ্রমিক শ্রেণীর জোটকে থামানোর জন্য বিলিয়নারেরা ৩০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে এবং আমরা তাদের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পরাজিত করেছি।

জোহরান মামদানি নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশ নেবেন যেখানে তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস সিলওয়ার মুখোমুখি হবেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতার এই লড়াইয়ের সাথে জোহরান প্রচারণা টিম এবং জোট, মেক আমিরিকা গ্রেট এগাইন বা আমিরিকাকে আবারো মহান করে তোলার ডানপন্থী শক্তি এবং বিলিয়নেয়ারদের কাছ থেকেও চ্যালেঞ্জ এবং আক্রমণের মুখোমুখি হবেন যারা তার জয়ের পথকে দুর্বল করতে চাইছেন।

 

Posted ১২:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.