রবিবার, ১১ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মোবাইল অ্যাপ উদ্বোধন : সানম্যান এক্সপ্রেসের ২৫ বছরপূর্তি উদযাপন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মোবাইল অ্যাপ উদ্বোধন : সানম্যান এক্সপ্রেসের ২৫ বছরপূর্তি উদযাপন

মোবাইল অ্যাপের উদ্বোধন করছেন কর্মকর্তাবৃন্দ।

প্রতিষ্ঠার ২৫ বছরপূর্তি উদযাপন করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন অন্যতম শীর্ষ মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ২৫ বছরপূর্তি উপলক্ষে গ্রাহকসেবা আরো সহজতর করতে অনুষ্ঠানে মানি ট্রান্সফার অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গত ২৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের ফ্ল্যাশিং মেডো’র অভিজাত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্টুরেন্টে বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানে সানম্যান এক্সপ্রেসের কর্মকর্তারা ছাড়াও বিপুল প্রবাসী বাংলাদেশি অংশ নেন। নিউইয়র্ক থেকে বাংলাদেশে প্রতিমাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে কমিউনিটিতে খ্যাতি অর্জন করেছে সানম্যান এক্সপ্রেস। বৃষ্টিস্নাত সন্ধ্যায় আলোকঝলমল পরিবেশে সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট এবং সিইও মাসুদ রানা তপন, পরিচালক তাসনিমা সানিয়া মান্নান, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাফর আলম, এসআইবিএল-এর পরিচালক মাহমুদুল আলম, আইবিটিভির সিইও জাকারিয়া মাসুদ, সোনালী এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্র, স্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মালেকসহ বিশিষ্টজনরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন আমেরিকায় সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান হিসাবে দেশে বেশি রেমিট্যান্স পাঠাতে পেরে নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন। বাংলাদেশি মানি ট্রান্সফার কোম্পানি হিসেবে সানম্যান কিভাবে গ্রাহকদের সহযোগিতা করে থাকে তা জানালেন তিনি। অনুষ্ঠানে গেস্ট অব অনার সোশ্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জাফর আলম প্রবাসীদের উদ্দেশ্যে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহবান জানান। অনুষ্ঠানে সোশ্যাল ইসলাম ব্যাংকের সঙ্গে সানম্যান এক্সপ্রেসের সাইনিং সিরিমোনি হয়েছে। এসময় ব্যাংকের এমডি জাফর আলম এবং ডিরেক্টর মাহমুদুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সানম্যান এক্সপ্রেসের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের স্মৃতিচারণ করে আরও সাফল্য কামনা করেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও আবুদল মালেক। সানম্যান এক্সপ্রেস দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশিদের সেবা দিয়ে আসছে জানিয়েছেন এর কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সানম্যান সেরা দশজন রেমিটেন্স প্রেরণকারীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সানম্যানের ৭৫ জন এজেন্টের মধ্যে রেমিট্যান্স অ্যাওয়ার্ডে ২৯ জন সেরা এজেন্টকে পুরস্কৃত করা হয়েছে। আগামীতে সানম্যান এক্সপ্রেস নতুন অ্যাপস-এর মাধ্যমে বাংলাদেশিদের সেবার পরিসর আরও বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে আধুনিক মোবাইল অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আমেরিকার ঘরে বসেই মোবাইলে যে কোন সময় বাংলাদেশে টাকা পাঠানো যাচ্ছে। মোবাইল অ্যাপস দিয়ে টাকা পাঠাতে কোন ফি দিতে হয় না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রবাসে শতভাগ বাংলাদেশি প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার বাংলাদেশের ১০টি বৃহৎ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে আসছে। আমেরিকা থেকে রেমিট্যান্স পাঠানোর জন্য বাংলাদেশের বৃহৎ ১০টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সানম্যান এক্সপ্রেসের চুক্তি রয়েছে। এখন থেকে বাংলাদেশে এসআইবিএল-এর মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই সানম্যান এক্সপ্রেসের মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা পাবেন। এজন্য ব্যাংকে যাবার কোনো প্রয়োজন হবে না।

Posted ৫:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.