নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
খুতবা পাঠ করছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফুলেল শুভেচ্ছা জানান ড. আবু জাফর মাহমুদ।
জাতিসংঘের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ম্যানহাটনে ইসলামিক কালচারাল সেন্টার অফ নিউইয়র্কে জুম্মাহর নামাজে খুতবা পাঠ করেছেন। মসজিদে উপস্থিত বিপুল সংখ্যক মুসুল্লি তথা গোটা সেন্টারের জন্য এটি ছিল একটি ঐতিহাসিক মূহূর্ত। জুম্মাহর নামাজ শেষে নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফুলেল শুভেচ্ছা জানান গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ান কমান্ডার স্যার ড. আবু জাফর মাহমুদ। সেসময় উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ক্বারী শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারিসহ সেন্টারের খতিব, ইমাম ও অন্যান্য আলেমবৃন্দ। আহমেদ বিন ইউসুফ আল আজহারি জুম্মাহর নামাজের আগে কোরআন থেকে তেলাওয়াত করেন।
স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার অসাধারণ প্রজ্ঞা ও মৌলিক উপস্থাপনায় যেভাবে কোরআন খুৎবা দিয়েছেন, তা এক ঐতিহাসিক দৃষ্টান্ত। আজকের দিনের একজন সরকার প্রধান হিসেবে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সময় থেকে আমি তথা আমার মতো অনেকেরই রোল মডেলে পরিণত হলেন তিনি। তিনি শেখ আহমেদ বিন ইউসুফ ইল আজহারির অসাধারণ তেলাওয়াতের প্রশংসা করে বলেন, বিশ্বখ্যাত ক্বারির আজান ও কোরআন তেলাওয়াত এবং একটি দেশের সরকার প্রধানের খুৎবা ও বয়ানে অংশ নিতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটিতে দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওই সেন্টারের জন্য বৃহদাকার ও দৃষ্টিনন্দন একটি কোরআন শরীফ প্রদান করেন। এছাড়াও ওই ইসলামিক সেন্টারের জন্য তিনি এক লাখ কোরআন শরীফ প্রদানের ঘোষণা দেন। অসাধারণ বর্ণিল ও শিল্পমাণে বিস্ময়কর কোরআন শরীফটি প্রদানের সময় ছিলেন গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, বীর মুক্তাযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ, আইটিভি’র সত্তাধিকারী ড. শহীদুল্লাহ ও ইসলামিক সেন্টারের ইমাম শেখ সাদ জালো। ওই ঐতিহাসিক মুহূর্তে মাইকেল এঞ্জেলো নামের এক ইহুদি তরুণ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মাধ্যমে কালিমা শাহাদত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিউইয়র্কের মুসলিম কমিউনিটির পক্ষে স্যার ড. আবু জাফর মাহমুদ বলেন, ইসলাম ধর্ম গ্রহণকারী তরুণ এখন থেকে আমাদের ভাই। তার পাশে সব সময়ের জন্য আমরা আছি।
ম্যানহাটনে ইসলামিক কালচারাল সেন্টার অফ নিউ ইয়র্কের ওই সামগ্রিক আয়োজনটি সমন্বয় করেন আইটিভি’র সত্তাধিকারী ইমাম ড. মো. শহীদুল্লাহ। থাউজেন্ড শেডস অফ উইমেন এর কুটনৈতিক সমাবেশে সম্মাননা পেলেন বাংলা সিডিপ্যাপ এর ওয়ালিদুল ইসলাম।
Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh