বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০২ মে ২০২৩
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে দেশটি। ১ মে (সোমবার) হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা টিকার বিধি আগামী ১১ মে শেষ হবে। অর্থাৎ, এরপর দেশটিতে যেতে করোনার টিকা লাগবে না। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, করোনা মহামারি প্রায় শেষ। ১১ মে যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ ঘোষণা করা হবে। খবর : এএফপি
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ মারা গেছেন। করোনা মহামারির জেরে যুক্তরাষ্ট্র সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের জানুয়ারি থেকে করোনায় মৃত্যু ৯৫ শতাংশ কমেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমেছে প্রায় ৯১ শতাংশ। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃত্যু এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh