নিউইয়র্ক : | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তিন দিনের এক বর্ণিল আর্ট ক্যাম্প। ১১তম এই আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মেলোডি অব ইন্ডিপেনডেন্স’।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে শিল্পীরা তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন স্বাধীনতা, প্রতিবাদ, মাতৃভূমির প্রতি ভালোবাসা, শান্তির আকাঙ্ক্ষাসহ নানান বৈচিত্র্যপূর্ণ বিষয়। ৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় লং আইল্যান্ডের এলিগেন্স ট্যারেসে শুরু হওয়া এই আয়োজন উদ্বোধন করেন বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ান ওয়ান অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. হাসান, একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানা, সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং এলিগেন্স ট্যারেসের নির্বাহী পরিচালক শামীম আল আমিন। সঞ্চালনায় ছিলেন শেখ তানভীর আহমেদ।তিন দিনব্যাপী এ উৎসবে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত শিল্পীরা অংশ নেন। পাশাপাশি কানাডা ও বাংলাদেশ থেকেও যোগ দেন কয়েকজন খ্যাতিমান শিল্পী। এবারের ক্যাম্পের কিউরেটর ছিলেন শিল্পী কায়সার কামাল।
প্রথম দিন ৩৭ জন শিল্পী একত্রে একটি বিশাল ক্যানভাসে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বকে উপজীব্য করে একটি চিত্র আঁকেন। বক্তারা তাঁদের বক্তব্যে মানবিক যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব এবং বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন।
দ্বিতীয় দিন ছিল চিত্রাঙ্কনের পাশাপাশি নানা সাংস্কৃতিক আয়োজন। সংগীত পরিবেশন করেন ড. জীবন বিশ্বাস, ওয়াহিদ আজাদ, মুক্তা ধর প্রমুখ। যন্ত্রসঙ্গীত পরিচালনায় ছিলেন সীতেশ ধর, আবৃত্তি করেন শুক্লা রায়। বক্তব্য রাখেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন ও কৌশিক আহমেদ। এদিন একটি ওয়ার্কশপ পরিচালনা করেন অধ্যাপক রোকেয়া সুলতানা।তৃতীয় দিনে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। শতাধিক শিশু-কিশোর চিত্রাঙ্কন ওয়ার্কশপ ও প্রতিযোগিতায় অংশ নেয়। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকেরাও। শিল্পী জেবুন্নেসা হেলেন এই পর্ব পরিচালনা করেন।
এই আয়োজনের আরেকটি বিশেষ অংশ ছিল তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা ও পরিবেশনা। এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সাংবাদিক খালেদ মুহিউদ্দিন, কৌশিক আহমেদ এবং শিল্পী ড. জীবন বিশ্বাস। উৎসবের সমাপনী দিনে ধন্যবাদ জ্ঞাপন করেন এলিগেন্স ট্যারেসের নির্বাহী পরিচালক শামীম আল আমিন। কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। পুরো আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল এলিগেন্স ট্যারেস। সার্বিক সহায়তায় ছিল অলাভজনক প্রতিষ্ঠান ‘ওয়ান ওয়ান অর্গানাইজেশন’।
Posted ৪:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh