বাংলাদেশ অনলাইন | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
গ্রেপ্তার-নজরদারি বাড়িয়েও থামানো যাচ্ছে না নিউইয়র্কের সাবওয়ে অপরাধের মাত্রা। চলতি নিউইয়র্ক সিটিতে সাবওয়ে অপরাধ গত বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। যা শহরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মতামত সংশ্লিষ্টদের। নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য মতে, সাবওয়ে রেল অপরাধ গত বছরের এই সময়ের তুলনায় ২২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এসব অপরাধের মধ্যে গুলি, হামলা, ডাকাতি, ছিনতাই উল্লেখযোগ্য।
কর্তৃপক্ষ কয়েকটি ঘটনার জের টেনে বলছে,গত সপ্তাহে বিনা উস্কানিতে একজন ব্রাজিলিয়ান পর্যটকের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এক ব্যক্তির মাথায় কয়েকবার ধাতব পাইপ দিয়ে আঘাত করা হয়। এই বছর এখনও পর্যন্ত ২৬৬টি মামলা করা হয়েছে। যার মধ্যে ১৩৮টি বড় লুটপাটের ঘটনা।
কর্মকর্তারা বলেন, গত বছরের এই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি গ্রেপ্তার করা হয়েছে। বড় লুটপাটের ঘটনায় গ্রেপ্তারে বৃদ্ধি পেয়েছে ৬০ শতাংশ। তারা বলেন, গ্রেপ্তার বৃদ্ধির পরেও কিভাবে সাবওয়ে অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া হতাশাজনক। তবে এর কারণ হিসেবে আইন প্রয়োগকারী বিশেষজ্ঞরা বলছেন, গ্রেপ্তারের পর দ্রুত ছাড়া পাওয়ায় এমন ঘটনা বাড়ছে। এনওয়াইপিডি বলেছে, যে তারা প্রতিদিন ১ হাজার অতিরিক্ত পুলিশ অফিসারকে সাবওয়ে টহলে নিয়োজিত করছে। যাতে সমস্যা সমাধান হয়, অপরাধ কমে।
Posted ৬:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh