বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, ২০২৩ সাল জুড়ে সিটিতে বসবাসকারী শ্রমজীবী মানুষের কল্যাণে তার প্রশাসন নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। ২০২২ সালে মেয়র হিসেবে সিটির দায়িত্ব গ্রহণের সময় করোনা-বিধ্বস্ত অর্থনীতি যে চাপ সৃষ্টি করে রেখেছিল, প্রশাসনের উদ্যোগ গ্রহণের কারণে তা থেকে অর্তনীতি পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নে আত্মনিয়োগ করায় সিটির অর্থনীতি ঘুরে দাড়িয়েছে। বেড়ে উঠা অপরাধ দমন করা সম্ভব হয়েছে।
মেয়র তার সাপ্তাহিক মতামত নিবন্ধে আরো উল্লেখ করেন যে, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তার প্রশাসনের লক্ষ্য ছিল সেইসব মানুষের জন্য লড়াই করা, যারা নিউ ইয়র্ক সিটিকে বিশ্বের সেরা সিটিতে রূপান্তরিত করেছে। তারা করোনার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তা সত্ত্বেও তারা অর্থনীতিকে সচল রাখতে মহামারীর মধ্যে কাজ করেছে অর্থনীতি সচল রাখতে এবং সিটির অর্থনীতি পুনরুদ্ধার করতে তাদের অবদান সবচেয়ে বেশি।
তিনি বলেন, আমরা জননিরাপত্তা, পাবলিক প্লেসের অধিকতর উন্নয়নে বিনিয়োগ করেছি এবং শ্রমজীবীদের জন্য উদারভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। চব্বিশ মাস পর আমরা ও সিটিবাসী ঘুরে দাঁড়িয়েছি। সিটিতে কর্মসংস্থান বেড়েছে এবং অপরাধ কমছে। আমাদের রাস্তাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন এবং আমরা প্রতিদিন কর্মজীবী নিউইয়র্কবাসীদের জন্য খাদ্য সরবরাহ করছি।
মেয়র অ্যাডামস আরো বলেন, ২০২৩ সালে সামগ্রিকভাবে অপরাধ কমেছে, যার মধ্যে অন্যতম হলো নিউইয়র্কে রাস্তায় পুলিশী অভিযানে ৬,২০০টির বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার। তার দায়িত্ব গ্রহণের সময় থেকে এ পর্যন্ত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াপিডি ১৩ হাজারের বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে তিনি উল্লেখ করেন। সিটিতে গাড়ি চুরি ঘটনা হ্রাস পেয়েছে এবং ছোটখাট চুরি-চামারির ঘটনা কমিয়ে আনার প্রচেষ্টা জোরদার হয়েছে।
২০২৩ সালে সিটির বেসরকারি খাতের সকল চাকরিতে কর্মীরা পুনরায় নিয়োজিত হয়েছে, যেসব কাজে করোনা মহামারীর সময় লোক ছাঁটাই করা হয়েছিল। এছাড়া আমরা কর্মজীবীদের জন্য আকর্ষণীয় বেতনে চাকরি নিশ্চিত করেছি। তিনি বলেন, আমরা প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর থেকে বেসরকারি খাদে ২ লাখ ৮২ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। ব্যবসার ক্ষেত্রে ৪৪ হাজারের বেশি বিভিন্ন ধরনের ব্যবসা সৃষ্টি হয়েছে।
মেয়র এরিক অ্যাডামস আরো বলেন, আমরা জানি যে শ্রমজীবী পরিবারগুলোর জন্য আরও কিছু করা যেতে পারে এবং করা উচিত।নিউইয়র্কের মতো ব্যয়বহুল সিটিতে একটি পরিবার গড়ে তোলা কঠিন। সেজন্য আমরা আরো বেশি সংখ্যক লোককে সাশ্রয়ী মূল্যে শিশুসেবা পেতে সহায়তা করছি। আমরা দায়িত্ব নেয়ার আগে যে পরিবার বছরে ৫৫,০০০ উপার্জন করে তারা তাদের সন্তানের সেবার জন্য সপ্তাহে ৫৫ ব্যয় করতো।
এখন তারা সপ্তাহে তাদের সন্তানের সেবার জন্য সপ্তাহে মাত্র ৪ ডলার ৮০ সেন্ট ব্যয় করছে। আমরা আমাদের তরুণদের শিক্ষার প্রতিটি পর্যায়ে বিনিয়োগ করছি। এ বছর, আমরা ‘নিউইয়র্ক সিটি রিডস’ চালু করেছি। তিনি সিটিতে ২৭ হাজার সাশ্রয়ী বাড়ি তৈরির কথা জানান। সাশ্রয়ী মূল্যের আবাসন প্রকল্প সম্প্রসারণে করার কথাও উল্লেখ করেছেন।
Posted ৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh