নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির হাউজিং প্রজেক্ট-নাইচার এপার্টমেন্টে যারা বাস করেন, প্যানডেমিকের সময় তাদের অনেকেই অর্থসংকট কিংবা চাকরি হারানোর কারণে ভাড়া দিতে অপারগ হওয়ায় নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হকুল এবং মেয়র এরিক এডামস ইমার্জেন্সি রেন্টাল এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ইরাপের আওতায় প্রাথমিকভাবে ৯৫ মিলিয়ন ডলার বরাদ্দ দিলেন। এই অর্থ মোট ৩৫০ মিলিয়ন ডলারের অংশ। নিউইয়র্ক স্টেট এই অর্থ বরাদ্দ দিয়েছে।
এই অর্থ নাইচার এপার্টমেন্ট বসবাসরত ৩৩,০০০ বাসিন্দা এক বছরের ভাড়া রিলিফ পাবে। গত সপ্তাহে ৯৫ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়ে গভর্নর হকুল বলেন, যারা সরকারি বা ভতুর্কি দেয়া এপার্টমেন্টে বাস করেন তাদেরও এ্যাফোর্ডেবল হোমে শান্তিতে বসবাসের অধিকার রয়েছে। আমরা ইতোমধ্যেই ১৫,০০০ পরিবারের যাতে ভাড়া দিতে না পারার কারণে এইসব এপার্টমেন্ট হাতছাড়া না হয় সেজন্য সাহায্য করেছি। যেসব পরিবার প্রকৃতপক্ষে দরিদ্র কিংবা নানা যৌক্তিক কারণে ভাড়া দিতে পারছে না তাদের আমরা সার্বিকভাবে সাহায্যের নিশ্চয়তা দিচ্ছি।
বর্তমানে নাইচার এপার্টমেন্টে বসবাসরত ৭৩,০০০ পরিবারের ভাড়া বাকি রয়েছে। তাদের সকলের রেন্ট রিলিফের জন্য ৫৩৩ মিলিয়ন ডলার প্রয়োজন। ইতোমধ্যেই গভর্নর হকুল ফেডারেল সরকারের কাছ থেকে ১.১৫ বিলিয়ন ডলার আদায় করেছেন ইরাপ খাতের জন্য। এই অর্থ ব্যয় হবে ২০২৩ ও ২০২৪ অর্থবছরে। এরমধ্যে ৩৯১ মিলিয়ন ডলার ব্যয় হবে রেন্টাল এ্যাসিস্ট্যান্স খাতে। যাদের এপার্টমেন্ট ভাড়া বকেয়া রয়ে গেছে তারা এক বছরের ভাড়ার মোট অর্থ পাবে কিংবা ইতোমধ্যে পেয়েছেন।
Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh