বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
ছবি : সংগৃহীত
স্থল সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বিদেশিদের এসাইলাম আবেদন করার সুযোগ না দিয়ে তাদেরকে সীমান্ত থেকেই বহিস্কার করার উদ্দেশে একটি নতুন সীমান্ত কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ গ্রহণ করেছে বাইডেন প্রশাসন। গত মঙ্গলবার এ বিষয়ে কংগ্রেসকে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউজ। এছাড়া অবৈধ ইমিগ্রান্টদের আটক ও ডিপোর্ট করার প্রক্রিয়া সম্প্রসারণ ও দ্রুততর করা হবে বলেও কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন।
প্রেসিডেন্ট বাইডেন সিনেট ডেমোক্রেটদের কাছে প্রায় ১০০ বিলিয়ন ডলারের জরুরী তহবিল অনুমোদনের যে অনুরোধ জানিয়েছেন, তার মধ্যে ইমিগ্রেশন ব্যবস্থাকে আরো বিস্তৃত ও কঠোর করা এবং আরো অধিকসংখ্যক ইমিগ্রেশন অফিসার নিয়োগ করার জন্যও ব্যয়বরাদ্দে প্রস্তাব অন্তর্ভূক্ত।
সিবিএস এর রিপোর্টে বলা হয়েছে যে, সিনেটরদের ছোটো একটি দল ইমিগ্রেশন আইন প্রয়োগ চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম কমাতে রিপাবলিকানরা বাইডেন প্রশাসনকে ইউক্রেনে আমেরিকান সহায়তা করার নীতি পরিবর্তনের শর্তারোপ করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনের বাইডেন বলেন যে, তার দল সিনেট ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে একটি বাইপার্টিজান সমঝোতায় উপনীত হওয়ার লক্ষ্যে কাজ করছে। তিনি আরো বলেন যে, তিনি ইতোমধ্যে সমঝোতার প্রস্তাব দিয়েছেন। কারণ যুক্তরাষ্ট্রের প্রয়োজন সীমান্ত সমস্যার বাস্তব ও কার্যকর সমাধান।
বাইডেন প্রশাসন সম্প্রতি আইন প্রণেতাদের সাথে আলোচনা জোরদার তীব্র করেছে। সিনেটের সঙ্গে যারা মধ্যস্থ করছেন, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস গত সপ্তাহে তাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করেছেন। এজন্য গত মঙ্গলবার সেক্রেটারি মায়োরকাস ক্যাপিটল হিলে ছিলেন। কংগ্রেস অবকাশে যাওয়ার আগে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কংগ্রেসম্যানরা আলোচনা অব্যাহত রেখেছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে, মায়োরকাস এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা কংগ্রেসম্যান এবং তাদের কর্মীদের কারিগরি সহায়তা দিচ্ছেন। কিন্তু দারা নীতিগত প্রস্তাব নিয়ে কোনো আলোচনা করছেন না।
Posted ৭:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh