শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্বাগত নববর্ষ-২০২২ সাল

  |   বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

স্বাগত নববর্ষ-২০২২ সাল

ভয়াবহ মহামারি করোনা ভাইরাসকে আলিঙ্গন করেই আরো একটি বছর কাটাতো হলো বিশ্ববাসীকে। এসময়টায় বিভিন্ন দেশে বিভিন্ন সময় নিজ ধরণ পরিবর্তন করে নূতন রূপে আর্বিভূত হয় কোভিড-১৯। প্রাণ কেড়ে নেয় অসংখ্য মানুষের। ২০২১ সালকে নূতন স্বাভাবিকতায় বরণ করে নিলেও শেষ পর্যন্ত বিপর্যয় কাটেনি। ভ্যাকসিনের ব্যবহার শুরু না হলে পরিস্থিতি নি:সন্দেহে হতো আরো ভয়ঙ্কর। তারপরও বিশ্বব্যাপী এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ৫৫ লাখ মানুষের। আক্রান্তের সংখ্যা প্রায় ২৯ কোটি। করোনায় সবচেয়ে বেশী সাড়ে ৮ লাখ মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। প্রায় সাড়ে ৫ কোটি মানুষ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত। বছর শেষে আবারো বেড়ে গেছে করোনার নূতন ধরণ ওমিক্রন। সর্বশেষ দিনে সংক্রমন ঘটছে ২লাখ ৭০ হাজার মানুষের মধ্যে। মানব জাতির ইতিহাসে নানা কারণেই মানুষের মনে দীর্ঘদিন জাগরুক থাকবে বিদায়ী বছরের অনেক স্মৃতি।

বিশ্বব্যাপী স্বাভাবিক রোগ-বালাই, প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ-বিগ্রহ ও রাজনৈতিক উত্থান পতন বিষয়টি আলোচনায় ছিলো পুরো বছর জুড়েই। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও বিজ্ঞান প্রযুক্তির দেশে মহামারির এ ভয়াবহতায় মানুষ এখনো আতঙ্কিত ও উৎকন্ঠিত। ২০২০ মার্চের মাঝামাঝি থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় দেশটিতে। এ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহানির প্রায় সাড়ে ৮লাখে। আর করোনায় সংক্রমিত হয়েছে প্রায় দু’কোটি মানুষ। দেশরটির ইতিহাসে এতো বড় বিপর্যয় কখনো আসেনি। ঘটেনি এতো মানুষের মৃত্যুর ঘটনা। করোনার প্রথম ঢেউ বড় ধরণের আঘাত হানে নিউইয়র্কে। সেসময় হটস্পট হয়ে উঠে নিউইয়র্ক সিটি। তিন শতাধিক বাংলাদেশী সহ মৃত্যুর সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৫ হাজারে। যুক্তরাষ্ট্র জুড়ে বেকার হয়ে পড়ে প্রায় ৪ কোটি মানুষ।


ট্রাম্পের পতন ও জো বাইডেনের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নূতন অভিযাত্রা। করোনা মহামারিতে দুই বছর ধরে বিপর্যস্ত রয়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের প্রভাবে আসন্ন নতুন বছরেও পৃথিবী মলিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনার নতুন নতুন ধরন সৃষ্টির ফলে এমনটা ভাবা হচ্ছে। করোনার ডেলটা ধরনের প্রভাব কমতে না কমতে সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এমনকি মারাত্মক ঝুঁকিও তৈরি করছে। নতুন ধরন রোধে বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে বিধিনিষেধ ও লকডাউন । তা সত্ত্বেও মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে এই ধরন। করোনার ভ্যাকসিন প্রথমে বাজারের আসার এক বছরের মধ্যে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, বিশ্বজুড়ে চরম বৈষম্য রয়েছে ভ্যাকসিনের। যখন ধনী দেশগুলো অতিরিক্ত ভ্যাকসিনের মজুদ করেছে, তখন দুর্বল ও গরিব দেশগুলোর ঝুঁকিপূর্ণ এমনকি স্বাস্থ্যকর্মীরাও প্রথম ডোজ টিকার নেওয়ার অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে কিছু দেশ বুস্টারত ডাজ দিতে শুরু করেছে। তবে প্রতিটি মানুষের পূর্ণ ইমিউনিটি না হওয়া পর্যন্ত বিশ্ব নিরাপদ হবে না। এতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে এবং তৈরি হবে রাজনৈতিক বিশৃঙ্খলা । চীন থেকে শুরু হওয়া এই ভাইরাসে পুরো দুই বছর ধরে কাবু করে রেখেছে বিশ্বকে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্প্রতি এ ভাইরাসে আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তির পরিমাণ বেড়েছে।

অপরদিকে বছর জুড়ে বাংলাদেশও করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমনে বিপর্যস্থ হয়ে পড়েছে । সেখানে কয়েক লক্ষ মানুষ হয়েছেন করোনাক্রান্ত। জীবন হারিয়েছেন ৮ হাজার মানুষ। এখনো প্রতিদিন মানুষ মরছে। চিকিৎসা ব্যবস্থার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হয়নি বাংলাদেশে। আমরা আশা করি ভ্যাকসিনের সুষম বন্টন ও সুবিধা পাবে দেশের প্রতিটি মানুষ। এছাড়া দেশের রাজনীতিতে বড় ধরণের কোন পরিবর্তন আসেনি। গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি উঠলেও ঘরবন্দি রাজনীতি সবকিছু স্থবির করে দিয়েছে। আইন শৃংখলা পরিস্থিতির ঘটেছে অবনতি। খুন, ধর্ষণ, রাহাজানি ও ক্রস ফায়ারের ঘটনা দেশের বাইরেও আলোচিত হচ্ছে ব্যাপক ভাবে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়েও রয়েছে বিতর্ক। বিরোধী দলের নিষ্ক্রিয়তা দেশের রাজনীতিকে কার্যত করে তুলেছে অন্তর্মুখী। বছরের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র‌্যাব ও প্রতিষ্ঠানটির সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এনিয়ে দু’দেশের সম্পর্কে চলছে টানাপোড়েন।


সরকার উন্নয়নের ডামাঢোল বাজালেও গণতন্ত্রহীনতা ম্লান করে দিচ্ছে সবকিছু। আন্তর্জাতিক অঙ্গণে-২০২১ সালে বড় ধরণের কোন যুদ্ধ বিগ্রহের নজির নেই। তবে বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকান্ডে প্রাণ হারিয়েছে অনেক মানুষ। আমরা আশাবাদী বিদায়ী বছরের লব্ধ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকল গ্লানি মুছে ফেলে সামনের বছরকে বরণ করে নিবে বিশ্ববাসী। মানুষ এগিয়ে আসবে মানুষের তরে। নববর্ষ-২০২২ শুভ হোক সবার জন্য।


advertisement

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার
কাঁঠাল সমাচার

(1401 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.