বাংলাদেশ অনলাইন | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
শোটাইম মিউজিক আয়োজন করতে যাচ্ছে ফাগুন উৎসব ২০২৪। জ্যামাইকায় অবস্থিত দ্য মেরি লুইস একাডেমি (176-21 Wexford Terrace, Jamaica, NY 11432)এই উৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে থাকছে রকমারি শাড়ি কাপড়ের স্টল, রকমারি পিঠা, জুয়েল্যারি স্টল ও মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর দুইটা টা থেকে রাত বারোটা পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবের প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং প্রবাসের কণ্ঠশিল্পীদের পরিবেশন। আরো থাকছে মন মাতানো ফ্যাশন শো ও আকর্ষণীয় রাফেল ড্র। উৎসবে কোন প্রবেশ মূল্য নেই।
Posted ৭:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh