বাংলাদেশ রিপোর্ট : | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
ফোবানার নেতৃত্বে, মার্ক হোম কেয়ার ও অন্যান্য সামাজিক সংগঠনের সহযোগিতায় তৃতীয় কবিড -১৯ ও এন্টিবডি টেস্ট সম্পন্ন হয়েছে গত ২৬ জুন নিউ ইয়র্কের জ্যামাইকাতে। এই কার্যক্রমে আরো যারা সহযোগিতায় ছিলেন : বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), হেল্প চিটাগোনিয়ান, জে কে, লায়ন্স, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি।
পেন্ডামিক শুরুর পর থেকে ফোবানা ধারাবাহিকভাবে একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। প্রথমে কর্মকর্তাদের নিজস্ব ফান্ড থেকে শুরুতেই কয়েকশ পরিবারের নিকট প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেয়। জনস্বার্থে ভার্চুয়াল মিটিংয়ের ব্যবস্থা করে। ঢাকায় গণস্বাস্থ্য পরিচালিত ফুড বিতরণে আর্থিক অনুদান প্রদান, কমিউনিটিতে প্রথম কভিড -১৯ ও এন্টিবডি টেস্টের ব্যবস্থা করে ৫ ও ১২ জুন যথাক্রমে ব্রুকলিন ও জ্যাকসন হাইটসে। যা বংলদেশিদের মধ্যে ব্যাপক সারা পড়ে। চাহিদার কারণে তারই ধারাবাহিকতায় জ্যামাইকাতে এই টেস্ট পুনরায় অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত এই কার্যক্রম চলে। প্রখর রোদে দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শত শত মানুষকে এই সেবা নিতে দেখা যায়। এক পর্যায়ে বহু সংখ্যক মানুষ লাইনে থাকায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বিধায় খান মেডিকেেেলর ডাক্তার নাজমুল খান তার অফিসের অন্যান্য সহকর্মীদের নিয়ে নিজে ব্লাড সংগ্রহ করতে দেখা যায়- যা সত্যি প্রশংসনীয়। ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার, নির্বাহী সেক্রেটারি কাজী আজম,কনভেনশন কনভেনর শাহ নেওয়াজ, কনভেনশন মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, কর্মকর্তা নিশান রহিম,কাজী ওয়াহিদ এলিন, খোন্দকার ফরহাদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন।
মার্ক হোম কেয়ার এর ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, ইয়াসির খান জিমি, কামাল, আজাদ, বাপা সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, সেক্রেটারি প্রিন্স আলম, সহ সভাপতি এরশাদ সিদ্দিক, কার্রেসপন্ডিং সেক্রেটারি সৈয়দ এনায়েত আলী, ও অন্যান্য কর্মকর্তা,হেল্প চিটাগোনিয়ান এর মাকসুদুল হক চৌধুরী,কামাল উদ্দিন মিঠু,আবুল কাশেম, আহসান হাবিব, মহম্মদ নাজের, লায়ন্স এর ক্লাব সভাপতি আসিফ বারী, সেক্রেটারি আহসান হাবিব,জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সেক্রেটারি সৈয়দ আল আমিন রাসেল, আনোয়ার হোসাইন, সাইফুল ইসলাম, রিজু মোহাম্মদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে জ্যামাইকা মুসলিম সেন্টার এর সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান ও সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ডাক্তার ওয়াজেদ এ. খান সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেন।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে, কাজী আজহারুল হক মিলন, অ্যাটর্নি মঈন চৌধুরী, মামনুনুল হক, কিউ জামান, মোহাম্মদ রফিক, ওসমান গনি, আবুল কাশেমসহ আরো অনেক গণ্য মান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সেন্সাস এ ফোবানা : এই ইভেন্ট এ ফোবানা ও সেন্সাস কর্তৃপক্ষ যৌথ ভাবে সেন্সাস এ সবাইকে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান, সেন্সাস এর নানান ফ্লায়ার বিতরণ সহ প্রচুর মানুষ সেন্সাস এর ফর্ম ফিলাপ করেন. ফোবানার তরফ থেকে সেন্সাস এ অংশ গ্রহণ ও এর উপকারিতা নিয়ে সবাইকে বিভিন্ন তথ্য প্রদান করা হয়। কভিড -১৯ ও এন্টিবডি টেস্ট এর এই ইভেন্টটি সফল করতে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সকল কে বিশেষ করে মার্ক হোম কেয়ার কমুনিটির কল্যানে এগিয়ে আশায় ধন্যবাদ জানান ফোবানা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান ও সেক্রেটারি কাজী আজম।
Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh