বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
বাংলাদেশী ব্যবসায়ীরা কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস ও ম্যানহাটানের পর এবার তাদের ব্যবসায়ে বিস্তৃতি ঘটাচ্ছে লং আইল্যান্ডে। সাম্প্রতিক কালে বিপুল সংখ্যক বাংলাদেশী লং আইল্যান্ডে বসতি স্থাপন করেছে এবং এ সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। ফলে এই এলাকায় বাংলাদেশী গ্রোসারী ও সুপার মার্কেটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশীদের এই চাহিদা মেটাতে কুইন্সের কাছাকাছি লং আইল্যান্ডের এলমন্টে সুপার মার্কেট খুলেছেন কয়েকজন বাংলাদেশী মিলে।
লং আইল্যান্ডের এলমন্টে ২৪১-১১ লিনডেন বুলেভার্ডে উদ্বোধন হলো আইল্যান্ড ফ্রেশ সুপার মার্কেট। উদ্বোধনের সূচনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আবু হুরায়রা মসজিদের ইমাম মাওলানা তাইফ। স্বাগত বক্তব্য রাখেন সুপার মার্কেটের অন্যতম কর্ণধার কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, এ এলাকায় আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটই সর্ববৃহৎ হালাল গ্রোসারী ও সুপারমার্কেট হিসেবে আত্মপ্রকাশ করলো। প্রতিষ্ঠানটির সাথে জড়িত চার জনই কমিউনিটিতে সুপরিচিত। ব্যবসায়িক অঙ্গনে রয়েছে তাদের সফলতা ও সুখ্যাতি। কামরুল ইসলাম কামরুল জ্যাকসন হাইটস ও জামাইকায় খামার বাড়ী গোসারীর অন্যতম প্রতিষ্ঠাতা। মনসুর এ চৌধুরী ও রুহেল চৌধুরী উডসাইডস্থ গুলশান ট্যারেস সুনামের সাথে পরিচালনা করছেন। চতুর্থ স্বত্ত্বাধিকারি কেশব সরকার বিদ্যুৎ হাটবাজার রেষ্টুরেন্টের অন্যতম কর্ণধার।
পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন চার সফল ব্যক্তিত্বের পরিচালনায় আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেট এগিয়ে যাবে বলে তারা আশা করেন। আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটে কেনাকাটার বিশেষ সুবিধা হলো, সেখানে সুপরিসর পার্কিং লট রয়েছে। এছাড়া এক ছাদের নিচে মিলবে হালাল মাংস, মাছ ও সবজিসহ সবধরণের গৃহস্থলি পণ্য। উদ্বোধনী দিনেই কেনাকাটায় ভিড় লক্ষ্য করা যায়। আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের অন্যতম অংশীদার কামরুজ্জামান কামরুল জানান, গত ১৪ অক্টোবর শুক্রবার প্রাথমিক যাত্রা শুরু হয়েছিল।
একমাস পর হলো গ্র্যান্ড ওপেনিং। গত এক মাসে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের অন্যতম পার্টনার মনসুর চৌদুরী ও কেশব কুমার সরকার বিদ্যুত জানান বাংলাদেশ, এশিয়া ও আমেরিকার নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে বিশাল পরিসরে ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’ এর যাত্রা শুরু হয়েছে। নিউইয়র্কের সুপার মার্কেটের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই সুপার মার্কেট। এটি নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশী মালিকানাধীন সর্ববৃহৎ সুপার মার্কেট। তারা বলেন, অভিজ্ঞতা ও সততা আমাদের প্রকৃত মূলধন। এছাড়া আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের বৈশিষ্ট্য হলো এখানে ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন। রয়েছে সুপরিসর গাড়ি পার্কিং সুবিধাও। এছাড়া রয়েছে ন্যায্য মূল্যে গুণগত মানের পণ্য। তারা আরো জানান প্রতিদিন ভোর ছয়টা থেকে মধ্যরাত ১২ টা পর্যন্ত খোলা থাকবে সুপারমার্কেট।
গ্রান্ড ওপেনিং এ বাংলাদেশি মিডিয়ার সাংবাদিক ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন কমিউনিটি একটিভিস্ট আসেফ বারী টুটুল, ফাহাদ সোলায়মান ও অধ্যাপিকা হুসনেয়ারা বেগম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমান,আবু তাহের, ওয়াজেদ এ খান, রতন তালুকদার, নাজমুল আহসান, মনোয়ারুল ইসলাম,শহিদুল ইসলাম, শামীম আহমেদ, শাহাব উদ্দীন সাগর, শাহ জে চৌধুরী, শাখাওয়াত হোসেন সেলিম ও তুষার পিক।
Posted ১:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh