নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
সিটির পাঁচটি বরোতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমের অংশহিসেবে গত শনিবার ব্রুকলিনের মুসলিম আমেরিকান সোসাইটি ইয়ুথ সেন্টারের সামনে ৩০ হাজার পাউন্ড খাদ্য বিতরণ করেছে সংগঠনটি। যাকাত ফাউন্ডেশনের রিজিউনাল ম্যানেজার ইমরান আনসারী শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন মুসলিম আমেরিকান সোসাইটির অন্যতম পরিচালক হোসেইন রেবাহ, নোয়াখালি সোসাইটির সেক্রেটারি জাহিদ মিন্টুসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ।
এ সময় ইমরান আনসারী বলেন, বৃত্তবানদের সহায়তা পেলে জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম চালু রাখবে জাকাত ফাউন্ডেশন। এসময় তিনি এ বিপুল খাদ্য সামগ্রি কমিউনিটির সদস্যদেও ঘরে ঘরে পৌছে দেবার জন্য নিউ ইয়র্কের কমিউনিটি নেতৃবৃন্দেও প্রতি কৃতজ্ঞতা জানান। এদিকে ৫ ই সেপ্টেম্বও শনিবার ব্রঙ্কসে ল্যাটিনো মুসলিম কমিউনিটি সহায়তা আরো ৩০ হাজার পাউন্ড খাদ্য বিতরণ করে সংগঠনটি। খাদ্য বিতরণ কার্যক্রমে সহযোগি সংগঠনগুলো হচ্ছে- মুসলিম আমেরিকান সোসাইটি, বাংলাদেশ সোসাইটি, ডেসিজ রাইজিং আপ এন্ড মুভিং, ল্যাটিনো মুসলিম অব নিউ ইয়র্ক, নোয়াখালি সোসাইটি, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি, মুনা, প্রমূখ। শিগগরই নিউ ইয়র্কে এশটি স্থায়ী ফুড ব্যাংক করা হবে বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
Posted ৮:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh