নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রুকলিনের চার্চম্যাকডোনাল্ড এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিষ্ঠান চার্চম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী প্রথম মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার চার্চম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে। গত ২৪ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই তথ্য জানান।
চার্চম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিক পাটোয়ারির পরিচালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব মাইনুল ইসলাম, প্রধান সমন্বয়কারী আর আমিন, র্যাফেল ড্রর কমিটির চেয়ারম্যান আমির হোসেন রানা, সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসান মহিউদ্দিন, স্টল কমিটির চেয়ারম্যান আনোয়ারুল আজিম, আপ্যায়ন কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী, প্রকাশনা সম্পাদক মীর কাশেম, স্টল কমিটির কো-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, করোনার কারণে গত কয়েক বছর মেলা করা সম্ভব হয়নি। তাই আমরা এবার দিনব্যাপী মেলা করতে যাচ্ছি। দিনব্যাপী এই মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের স্টল এবং বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা। তারা জানান, মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। মেলার সবচেয়ে বড় আকর্ষণ থাকবে র্যাফেল ড্র। র্যাফেল ড্রর প্রথম পুরস্কার থাকবে গাড়ি। তারা জানান, চার্চ ম্যাকডোনাল্ড বালাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের মেলা মানেই প্রবাসের সর্ববৃহৎ মেলা। আমরা আশা করছি, অন্য বছরের মতো এবারো মেলায় হাজার হাজার মানুষ উপস্থিত হবেন।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh