| বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী সঙ্গীতশিল্পী কৌশলী ইমা’র মা ও সাংবাদিক ছাবেদ সাথী’র শাশুড়ি হাফিজা করিম (৭২) মারা গেছেন। (আমরা তো আল্লাহরই আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ডিমেনশিয়াসহ দীর্ঘস্থায়ী কিডনির সমস্যায় ভুগছিলেন। ২৩ নভেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সময় সকাল সাড়ে ৬ টার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টা) দিকে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার উত্তরায় আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনাজপুরের পার্বতীপুরের প্রয়াত ইঞ্জিনিয়ার আব্দুল করিমের সহধর্মিনী ছিলেন হাফিজা করিম। তাদের দুই ছেলে ইঞ্জিনিয়ার হারিছুল আলম লাভলু ও ব্যবসায়ী মানজা-ই আরজু লিটন), চার মেয়ে নীহারিকা লুবনা পারভীন (এলবি), যুক্তরাষ্ট্রপ্রবাসী সংগীতশিল্পী কৌশলী ইমা, কাবেরী ইভা পারভীন (অ্যানি) ও কামরুন ইলা পারভীন (ক্যামেলিয়া) এবং নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) বাদ জোহর দিনাজপুরের পার্বতীপুরের রহমত নগরে পারিবারিক কবরস্থানে হাফিজা করিমের দাফন হবে। দেশ ও প্রবাসের সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
Posted ৯:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh