নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
সভাপতি ও সা. সম্পাদক
জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ২০২৪-২০২৫ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শামীমআরা বেগম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তামান্না শবনম পাপড়ী। গত ৩ ডিসেম্বর নিউইয়র্কের এক রেস্টুরেন্টে জাবি এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে শামীম আরা বেগম সভাপতি এবং তামান্না শবনম পাপড়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন. সহ সভাপতিবৃন্দ: মেঘনা পাল, মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, দুররে মাকনুন নবনী ও লিটু আনাম। যুগ্ম সাধারণ সম্পাদক- আশিষ ঘোষ ও প্রশান্ত মল্লিক অয়ন। প্ল্যানিং এন্ড ইভেন্ট কো-অরডিনেটর-হারুন ইবনে রশিদ পাপ্পু ও সিব্বির আহমেদ উৎপল। সাংগঠনিক সম্পাদক – সুব্রত পল ও রাবেয়া ভূইয়া; যোগাযোগ বিষয়ক সম্পাদক কোষাধ্যক্ষ- জোবায়ের হোসনি ফাহাদ; এসোসিয়েট কোষাধ্যক্ষ- কানিজ ফাতিমা রুমানা, সাংস্কৃতিক সম্পাদক-তানজিল মাহমুদ, সহ সাংস্কৃতিক সম্পাদক- জাকিয়া মাহবুব নাবিলা। এছাড়া ক্রীড়া সম্পাদক শাহরিয়ার কবির, সহযোগী ক্রীড়া সম্পাদক ইব্রাহীম রাকিব বাবু, মিডিয়া ও আর্কাইভ সম্পাদক রনি ভৌমিক এবং ডিজিটাল ক্রিয়েশন এন্ড পাবলিকেশন সম্পাদক সৈয়দ মোহাম্মদ তায়েব নির্বাচিত হন।
কার্যকরী সদস্য নির্বাচিত হন যথাক্রমে মারীস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মন্ডল, রুহুল আমিন, অফ্রোদিতি পান্না, মোহাম্মদ নাসির, মোস্তফা শারমিন, শারমিন আক্তার রেক্সোনা, রাজেশ রায়, রিজিয়া ফারহানা খান, রিয়াজুল হায়দার ফয়সাল এবং আজিম উদ্দিন। উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জকি, হুমায়ুন কবির, সুজিত পল, হাবিব রহমান এবং শামীম আল সাইদুজ্জামান। আগামী ৬ জানুয়ারি নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও শপথ অনুষ্ঠিত হবে।
Posted ১২:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh