বাংলাদেশ ডেস্ক | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
ডেমোক্রেট দলের প্রাথমিক বাছাইপর্বে সাউথ ক্যারোলাইনাতে জয় পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্রেট দলের সমর্থকদের দেয়া ভোটের ৯৬ শতাংশই বাগিয়ে নিয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী লেখক ম্যারিয়ান উইলিয়ামসন দুই শতাংশ এবং মিনেসোটার কংগ্রেস সদস্য ডিন ফিলিপস জিতেছেন ১.৬ শতাংশ ভোট।
জয়ের পর রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করতে ভুলেননি বাইডেন। তিনি বলেন, ২০২৪ সালে সাউথ ক্যারোলাইনার জনগণ আবারও তাদের রায় দিয়েছেন। আপনারা আবারও যে আমার প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করে দেবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা আবারও ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে যাচ্ছেন।
আরটি জানিয়েছে, এতে ভোট দিয়েছেন এক লাখ ৩১ হাজার জন বা মোট ভোটারের মাত্র চার শতাংশ। এর আগে ডেমোক্রেট কর্মকর্তারা বলেছিলেন যে, তারা এক থেকে দুই লাখের মধ্যে ভোট আশা করছেন। এই সংখ্যা ২০২০ সালের তুলনায় অনেক কম। ওই বছর ৫ লাখ ৪০ হাজার ডেমোক্রেট সাউথ ক্যারোলাইনার প্রাইমারিতে ভোট দিয়েছিলেন, যা ছিল দলটির রেজিস্টার্ড ভোটারের ১৬.৪ শতাংশ।
এই নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়েছে।
সপ্তাহখানেকের মধ্যেই এ অঙ্গরাজ্য থেকে রিপাবলিকানদের পক্ষ থেকে প্রাথমিক বাছাইয়ে ডনাল্ড ট্রাম্প জয়ী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
৮১ বছর বয়সি বাইডেন তার বয়সের কারণে কিছু ভোটারের কাছে অপছন্দের প্রার্থী। তার জনপ্রিয়তা নিয়ে এমন উদ্বেগের মধ্যে এই ভোটের দিকে নিবিড় নজর রাখা হয়েছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোট তিনি কতটা টানতে পারছেন সেদিকে। এই কৃষ্ণাঙ্গ ভোটের জেরেই ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজে ঢুকেছিলেন জো বাইডেন।
Posted ৭:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh