নিউইয়র্ক (ইউএনএ) | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
আগামী ২১ ফেব্রুয়ারী বুধবার অমর একুশে, মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিবছরের মতো এবছরও দিবসটি পালনে নিউইয়র্কে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এজন্য বিভিন্ন সরকারী অফিস, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে চলছে নানা প্রস্তুতি। বিশেষ করে বাংলাদেশ সোসাইটি ইনক সহ সাস্কৃতিক সংগঠনগুলো বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে।
অমর একুশে, মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে জাতিসংঘের বাংলাদেশ মিশন, ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, বিভক্ত জালালাবাদ এসেসিয়েশন অব আমেরিকা’র দুই গ্রুপ, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) প্রভৃতি সংগঠন একুশ পালনের কর্মসূচী গ্রহণ করেছে।
জানা গেছে, বাংলাদেশ সোসাইটির উদ্যোগে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান হবে ২০ ফেব্রুয়ারী বিকেল ৪টা থেকে রাত ১২টা তিব্বতি কমিউনিটি সেন্টারে (৫৭-১২, ৩২ এভিনিউ, উডসাইড, নিউইয়র্ক)।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএস’র অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান হবে ২০ ফেব্রুয়ারী বিকেল ৫টা থেকে রাত ১২টা উডসাইডের কুইন্স প্যালেসে। এতে শতাধিক সংগঠন অংশ নেবে বলে সংশ্লিস্টরা জানান। সাংস্কৃতিক পর্বে থাকবে বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা), উদীচী, বহ্নিশিখা, আড্ডা, শিল্পকলা একাডেমি নিউইয়র্ক এবং রবীন্দ্র একাডেমি। এর আগে ১১ ফেব্রুয়ারী রোববার জ্যাকসন হাইটস সংলগ্ন পিএস ৬৯এর মিলনায়তনে নতুন প্রজন্মের অংশগ্রহণে মহান ভাষা দিবস আলোকে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, লিখন (বাংলা স্বরবর্ণ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাঙালীর চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশন যৌথভাবে বরাবরের মতো এবছরও জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচী গ্রহণ করেছে। এবারের অয়োজন হবে ৩৩তম। একুশের প্রথম প্রহরে অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ২০ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিট সময় হিসেবে নিউইয়র্কে ২০ ফেব্রুয়ারী বেলা ১টা ১ মিনিটে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কমূসূচী শুরু হবে বলে আয়োজক বিশ্বজিৎ সাহা জানান।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh