নিউইয়র্ক | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
গত ৩ ফেব্রুয়ারি লং আইল্যান্ডে বারী ম্যানসনে সিটি মেয়র এরিক অ্যাডামসের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বারী গ্রুপের বার্ষিক ডিনার ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। কমিউনিটিতে স্মল বিজনেসে দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান বারী গ্রুপের কর্ণধার আসেফ বারী টুটুল এবং মুনমুন হাসিনা বারীর ডিক্সহিলের বাসভবন বারী এস্টেটে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারী হোম কেয়ার সহ বারী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ অফিসারবৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বারী হোম কেয়ার তথা বারী গ্রুপের বিজনেস এর সাথে সম্পৃক্ত এমএলটিসি, ইন্স্যুরেন্স, মার্কেটর, ব্যাংকারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে বারী গ্রুপের চেয়্যারম্যান মিসেস মুনমুন হাসিনা বারী সিটি মেয়র অ্যাডামসের উপস্থিতিকে স্বাগত জানান। তিনি বলেন, আমাদের পরিশ্রম এবং একাগ্রতায় বারী গ্রুপ আজ অজস্র মেধাবী নিবেদিতপ্রাণ কর্মীর সমন্বয়ে কমিউনিটিতে স্মল বিজনেসে দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান হিসেবে চিন্হিত হয়েছে। এই কৃতিত্ব বারী পরিবারের একার নয়। এই অর্জন বারী গ্রুপের প্রতিটি কর্মীর। আমাদের সকল কর্মীদের নিয়েই আমাদের বৃহত্তর বারী পরিবার। আপনারাই আমাদের শক্তি এবং সম্পদ। সিটি মেয়র অ্যাডামস তার বক্তৃতায় বারী ফ্যামিলি এবং বারী গ্রুপের সাফল্যে তার মুগ্ধতার কথা প্রকাশ করেন। কমিউনিটিতে স্মল বিজনেসে দৃষ্টান্ত স্থাপনকারী প্রতিষ্ঠান হিসেবে অজস্র মানুষের কাজের সংস্থান করার জন্য এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করে কয়েক হাজার মানুষকে হোম কেয়ার সেবা প্রদানের জন্য। তিনি আসেফ বারী টুটুলও চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারীর প্রশংসা করে বলেন, বারী দম্পতি অনুষ্ঠানটি কোন একটি হোটেলে আয়োজন না করে নিজেদের বাসভবনে করেছেন, এতে প্রমাণিত হয় বারী পরিবার তাদের কর্মীদের কতটা ভালোবাসেন। বারী গ্রুপ তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতে আরো নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে, বারী ফ্যামিলির প্রতি শুভেচ্ছা জানান মেয়র। মেয়র বারী গ্রুপের কর্মীদের হাতে স্পেশাল এপ্রিশিয়েশন এওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত বারী হোম কেয়ার তথা বারী গ্রুপের বিজনেস এর সাথে সম্পৃক্ত এমএলটিসি, ইন্স্যুরেন্স, মার্কেটর, ব্যাংকার দের হাতেও বিশেষ সম্মাননা এওয়ার্ড তুলে দেন মেয়র।
আসেফ বারী টুটুল মেয়র এরিক অ্যাডামসের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মেয়রের উপস্থিতি বারী গ্রুপের জন্য অমূল্য অনুপ্রেরণার। এই অনুপ্রেরণা বারী গ্রুপকে সামনের দিকে এগিয়ে যেতে আরো উৎসাহিত করবে। তিনি অতিথি ও এওয়ার্ড প্রাপ্তদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, আমরা একদিনে সাফল্যের এই স্বর্ণশিখরে উত্তীর্ণ হইনি। সমস্ত অভিবাসীদের মত আমাদের শুরুটাও ছিলো অনেক ত্যাগ এবং সংগ্রামের। মহান আল্লাহর অশেষ রহমত এবং আমাদের প্রায় তিন দশকের নিরলস পরিশ্রম এর ফলে আজ আমরা বারী গ্রুপের সবগুলি প্রতিষ্ঠানের মাধ্যমে অজস্র মানুষের কর্ম সংস্থান করতে পেরেছি। বিগত বছর গুলিতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে কয়েক হাজার বৃদ্ধ, শারীরিক ভাবে চলাফেরায় অক্ষম মানুষকে আমরা হোম কেয়ার সেবা প্রদান করতে পেরেছি। বারী হোম কেয়ার এর সুনাম আজ সর্বত্র। এই অর্জন আমাদের কর্মী দের। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ এবং শক্তি। তাই তাদের কাজের মূল্যায়ন করতে, তাদেরকে হৃদয় নিংড়ানো ধন্যবাদ জানাতেই বারী ম্যানসনে আজকের এই বর্ণিল আয়োজন।
অনুষ্ঠানে বারী গ্রুপের সাফল্যকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মিসেস নার্গিস আহমেদ এবং নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি জনাব আহসান হাবীব। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বারী ফ্যামিলি। উল্লেখ্য আসেফ বারী টুটল এবং মুনমুন হাসিনা বারীর যোগ্য তিন সন্তান আদিব বারী, সাবাহ বারী এবং মাহি বারীও পিতামাতার সাথে তাদের শ্রম এবং মেধা দিয়ে বারী গ্রুপের ধারাবাহিক সাফল্যের সাথে একাত্ম।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh