বাংলাদেশ ডেস্ক | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
ছবি-সংগৃহীত
মূদ্রাস্ফীতির কারণে বিশ্বজুড়ে বহু মানুষের জন্য একটি বাড়ি কেনা এখনও একটি স্বপ্ন। সুতরাং, এখন তারা তাদের মালিকানাধীন বাড়িগুলো সম্পর্কে আরও সৃজনশীল হয়ে উঠছে। সম্প্রতি, যুক্তরাষ্ট্রে ২৩ বছর বয়সী একজন টিকটকার তার নতুন বাড়িটি সকলকে দেখিয়েছেন একটি ভিডিয়ো শেয়ার করার মাধ্যমে। যা তিনি অ্যামাজন থেকে কিনেছেন বলে জানা গেছে।
লস অ্যাঞ্জেলেস থেকে জেফরি ব্রায়ান্ট ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে বলেছেন যে, ‘আমি এইমাত্র অ্যামাজনে একটি বাড়ি কিনেছি। আমি এটি সম্পর্কে দুবারও ভাবিনি’। বাড়িটি ১৬.৫ ফুট ও ২০ ফুট মাপের একটি ভাঁজ করার সুবিধাযুক্ত ফ্ল্যাট। যার মূল্য ২৬ হাজার মার্কিন ডলার (২৮ লাখ ৫৪ হাজার ৫৮০ বাংলাদেশি টাকা) বলে জানা গেছে।
ছোট্ট ফ্ল্যাটে একটি বাথরুম এবং টয়লেট, একটি রান্নাঘর, একটি থাকার জায়গা এবং একটি বেডরুম রয়েছে। টিকটকার তার সম্প্রতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে এটির জন্য অর্থ প্রদান করেছেন। ক্রমবর্ধমান ভাড়া এবং আকাশচুম্বী বাড়ির আমানতের বিকল্প হিসাবে অনেক লোক অনলাইনে এ জাতীয় ছোট বাড়ি কিনেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Posted ৫:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh