বাংলাদেশ অনলাইন | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
আগামী ১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও গ্রীন কার্ডের আবেদনের ফি বাড়ছে। ৬৪০ ডলারের নাগরিক আবেদন ফি হবে ৭৬০ ডলার। বৃদ্ধির হার শতকরা ১৯ ভাগ। অবশ্য এ বাড়ানোর হারটি পেপারে আবেদন করলে। অনলাইনে আবেদন করলে দিতে হবে ৭১০ ডলার। এতে আবেদনকারিদের শতকরা ১১ ভাগ বেশি ফি গুনতে হবে।
এদিকে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বা গ্রীন কার্ডের আবেদন ফি বাড়ছে শতকরা ২৬ ভাগ। ১১৪০ ডলারের স্থলে দিতে হবে ১৪৪০ ডলার। এক লাফেই গ্রীন কার্ডের আবেদন ফি বাড়ানো হলো ৩০০ ডলার। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, বর্ধিত ফি নেয়া হচ্ছে আবেদনপত্র প্রোসেস এর খরচাদি কাভার করার জন্য।
আমেরিকান ইমিগ্রেশন ল’ ইয়ারস এসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, সরকারের এ সিদ্ধান্ত ইমিগ্র্যান্ট কমিউনিটির জন্য বার্ডেন হয়ে দাঁড়াবে। সাধারন মানুষ ৭৬০ ডলার খরচ করে সিটিজেনশীপের জন্য আবেদনে নিরুৎসাহিত ফিল করবে। ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ইমিগ্রেশন সংক্রান্ত সকল ফি ডাবল করেছিল। যা ছিল ইমিগ্রেশন বিরোধী মনোভাবের প্রতিফলন। বাইডেন প্রশাসনও সে পথেই হাঁটতে শুরু করেছে। ফি বৃদ্ধির জন্য বৃহস্পতিবার ২২ ফেব্রয়ারি হোমল্যান্ড সিকিউরিটি পাবলিক হেয়ারিং করেছে। ১ এপ্রিল থেকে বর্ধিতহারে ফি নেয়া শুরু হবে।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh