বাংলাদেশ ডেস্ক | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
ছবি-সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে করে দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন সাবেক এ প্রেসিডেন্ট।
এর আগের চারটি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির প্রাথমিক প্রার্থী নির্বাচনেও বড় জয় পেয়েছিলেন ৭৭ বছর বয়সী ট্রাম্প। এবার নিজের জন্মস্থানেই ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে মনোনয়ন পাওয়ার দৌড়ে অনেকটাই পেছনে পড়লেন নিকি হ্যালি।
জয়ের পর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকান পার্টি এখন যেমন আছে, আমি কখনোই তেমন ঐক্যবদ্ধ দেখিনি।’ ৩০ মিনিট ধরে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প একবারও হ্যালির নাম উল্লেখ করেননি।
এডিসন রিসার্চের জরিপ অনুসারে, সাউথ ক্যারোলিনায় ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ আর নিকি হ্যালি পেয়েছেন ৩৬ দশমিক ৮ শতাংশ ভোট।
৫ মার্চ সুপার টিউসডের প্রাথমিক লড়াইয়ে অংশ নেবেন ট্রাম্প ও হ্যালি। সেখানে ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Posted ৩:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh