বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের ধাক্কায় আহত জাকের হোসাইন খসরুর ঘাতক আজ পর্যন্ত গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশীরা। গত ৫ এপ্রিল এ ঘটনার পাঁচ দিন পর ১০ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার ঘাতক গ্রেফতার না হওয়ায় গত ১২ মে রোববার জ্যামাইকার ১৬৭ স্ট্রিটে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা সমিতি এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সর্বস্তরের বিপুলসংখ্যক প্রবাসীর সাথে ছিলো নতুন প্রজন্মের সদস্যরাও। কম্যুনিটির নিরাপত্তা এবং অবিলম্বে খসরুর ঘাতকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে স্লোগান উঠেছিল ১৬৭ স্ট্রিট এবং হিলসাইড এভিনিউর কর্নারের সেই স্থানে যেখানে খসরুকে গুরুতরভাবে আহত করা হয়েছিল ৫ এপ্রিল অপরাহ্নে।
জামালপুরের সন্তান খসরুর সন্দেহভাজন ঘাতকের ব্যাপারে পুলিশ পুরোপুরি নিশ্চিত হতে না পারলেও যে কোন সময় তার গ্রেফতারের সংবাদ পাওয়া যাবে বলে তদন্তকারী পুলিশ স্টেশনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন টিস্যাঙ জানান এই সমাবেশে বক্তব্যকালে। তিনি খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলিকেও একই আশ্বাস দিয়েছেন বিক্ষোভ-সমাবেশে।
দুর্বৃত্তটি মাস্ক পরিহিত থাকায় আজ অবধি সুনির্দিষ্টভাবে তাকে চিহ্নিত করা সম্ভব হয়নি বলে প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে বলে জানা গেছে। বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সার্বিক পরিস্থিতির আলোকপাত করেন শেরপুর জেলা সমিতির সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, আমরা আর কোন প্রবাসীকে এভাবে হারাতে চাই না। আমরা নিরাপত্তা চাই চলতি পথে।
একই দাবিতে এ সময় আরো বক্তব্য রাখেন কম্যুনিটি লিডার ওসমান গণি, যুক্তরাষ্ট্র সফররত শেরপুর পৌরসভার চেয়ারম্যান গোলাম কিবরিয়া লিটন, বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপার ভাইস প্রেসিডেন্ট প্রিন্স আলম, সেক্রেটারি রাশেকুল মালিক এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মীর্জা আবু জাফর বেগ। সমাবেশের সঞ্চালক ফখরুল ইসলাম দেলোয়ার এ সময় উল্লেখ করেন যে, ২০২২ সালের ১১ মে এই একইস্থানে ভর দুপুরে ছিনতাইকারী এক দুর্বৃত্তের ধাক্কায় গুরুতর আহত হয়ে নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূইয়া। তারও আগে প্রায় একই এলাকায় আরো কয়েকজন প্রবাসী আক্রান্ত হয়েছেন।
এজন্যে এ এলাকার পথচারিগণের নিরাপত্তা জোরদারের বিকল্প নেই। আমি কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি বরাবরে আকুল আহবান জানাচ্ছি অবিলম্বে খসরু সাহেবের ঘাতক গ্রেফতারের পর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্যে। বাপার ভাইস প্রেসিডেন্ট নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন প্রিন্স আলম প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, খসরুকে ধাক্কা দেয়া দৃর্বৃত্তের সন্ধান নিকটস্থ পুলিশকে দিতে কার্পণ্য করবেন না। যে কোন অন্যায়-অপকর্ম চোখে পড়লেই পুলিশের গোচরে আনতে হবে। তাহলেই দুর্বৃত্ত দমনে চলমান অভিযান শতভাগ সফল হবে। বিক্ষোভ-সমাবেশের শেষে মাওলানা আবু জাফর বেগের নেতৃত্বে বিশেষ মোনাজাতে মো. জাকির হোসেন খসরুর আত্মার মাগফেরাত কামনা এবং প্রয়াত খসরুর পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, গত ৮ মে সকালে নিউইয়র্ক সিটি হলের বারান্দায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২৭ মার্চ দুপুরে ওজোনপার্কে নিজ বাসায় মা ও ছোট ভাইয়ের সামনে উইন রোজারিও (১৯) নামক এক বাংলাদেশি তরুণকে দুই পুলিশ অফিসার গুলি করে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবি জানানো হয়। সেই সংবাদ সম্মেলনে কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ছাড়াও কথা বলেছেন সিটি কাউন্সিলের কয়েকজন মেম্বার এবং মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ। উইন রোজারিও হত্যার তদন্ত চালাচ্ছে নিউইয়র্ক স্টেটের এটর্নি জেনারেল লেটিশা জেমস। ইতিমধ্যেই অভিযুক্ত পুুলিশ অফিসারদের বডি ক্যামেরা ফুটেজ প্রকাশিত হলেও তাদেরকে বরখাস্ত করা হয়নি কেন-এ প্রশ্নের অবতারণা করেন বক্তারা।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh