বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শিকাগোতে শেষ হল টার্কিস ফেস্টিভাল। গত ২৪ মে শুক্রবার জুমার নামাজ থেকে শুরু হয়ে ২৬ মে রোববার সন্ধ্যা পর্যন্ত চলে এ বর্ণাঢ্য আয়োজন। শিকাগোর বিখ্যাত রুজমন্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজক ছিল এর্তোগুল ইউএসএ ইন্্ক। অনুষ্ঠানটির গ্রান্ড স্পন্সর ছিল যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। বর্ণ্যাঢ্য এ আয়োজনে ছিল মুসলিম ফ্যাশন, মুসলিম সভ্যতার বিভিন্ন ধরণের খাবার, লোক-সংস্কৃতির নান্দনিক উপস্থাপনা।
ফেস্টিভালে মুসলিম সংস্কৃতির নানা দিক নিয়ে প্যানেল আলোচনা যোগ করে নতুন মাত্রা। মূলত বিভিন্ন মুসলিম দেশের সংস্কৃতিকে তুলে ধরাই ছিল এ অনুষ্ঠানের মূল।
তুরস্কের পাশাপাশি আরব, পাকিস্তান, বাংলাদেশ থেকে প্রায় দুই শতাধিক অভিনেতা, শিল্পী কলাকুশলী, প্যানেলিস্ট যোগ দেন এ অনুষ্ঠানে। তুর্কি ভাষার পাশাপাশি ছিল আরবি, উর্দু ও বাংলা সেশন।
২৫ মে শনিবার ‘তুর্কি-বাঙালি মুসলিম সংস্কৃতির ঐতিহাসকি সংলাপ’ শীর্ষক বাংলা সেশনে আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট লেখক, ইতিহাস গবেষক ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান, মুসলিম নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের এডজাঙ্ক ফ্যাকাল্টি মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী, ইউনিভার্সিটি অব ক্যান্টাকির ফ্যাকাল্টি ড. নাজমুস সাকিব। ২৬ মে রোববার অনুষ্ঠিত হয় বাংলা কালচারাল শো।
এতে ইসলামী সংগীত পরিবেশন করেন যথাক্রমে শিল্পী ইকবাল ও রাসেল, লোকসংগীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া ও চন্দন চৌধুরী। বাংলা কবিতা আবৃত্তি করেন শোয়াইব আহম্মেদ ও রুমাইসা আনসারী। বাংলার পাশপাশি আরবী ও উর্দু ভাষায় পৃথক পৃথক সেশন ও সাংস্কৃতিক পরিবেশনা বহুমাত্রিক সংস্কৃতির মেলবন্ধন তৈরি করে। এ অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক স্টলের প্রসরা বসেছে বলে জানান আয়োজকরা। প্রথমবারের মতো এই আয়োজনটি সফল হওয়ায় ভবিষ্যতে আরো বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এমন সফল আয়োজন আয়োজকদের আত্মবিশ্বাস বাড়াবে বলে জানান সংশ্লিষ্টরা।
পাঁচ হাজার দর্শকের রেজিস্ট্রেশনের প্রত্যাশা থাকলেও তা ছাড়িয়ে গেছে ১০ হাজারে। এতে আত্মবিশ্বাস নিয়ে আগামীর অনুষ্ঠান আরো বৃহৎভাবে করার স্বপ্ন দেখছেন এই আয়োজনের উদ্যোক্তরা।জ্যাজ ফ্লুটিস্ট কামিলাহ ফুরকান, তুর্কি সঙ্গীতশিল্পী ফাতিহ কোকা, তুর্কি বংশোদ্ভূত মেসেডোনিয়ান গায়ক মেসুত কুর্তিস এবং মলডোভান গায়িকা লিওনিদা টিমুসের পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
Posted ১২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh