নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
আগামী ২৪ ও ২৫ আগস্ট শনি ও রোববার নিউইয়র্ক সিটির জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। সম্মেলনে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্যবাহী সংষ্কৃতি। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান শনিবার উদ্বোধন করা হবে সম্মেলন।
উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালিদের মধ্যে সামাজিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে অর্ধযুগ আগে শুরু হয় বাংলাদেশ সম্মেলন। এবারের আয়োজনে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও দোহার উপজেলা সমিতি ইউএসএর সভাপতি দুলাল বেহেদু ও কনভেনার নুরুল আজিম এবং সদস্য সচিব আলমগীর খান আলম।
আলমগীর খান আলম বলেন, বাংলাদেশ সম্মেলনে কোনো প্রবেশ মূল্য থাকবে না। অনুষ্ঠানে থাকবে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি ও অন্যান্য বস্ত্র, জুয়েলারি, খাবার স্টল এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা। মেগা কনসার্টে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা, বিন্দুকনা, প্রতিক হাসান, তাহমিনা মিম, রানো নেওয়াজ, নাজু আকন্দ, ফিড ব্যাক খ্যাত লুমিন, ক্লোজআপ তারকা শশী, চ্যানেল আই সেরা কন্ঠ খ্যাত, কৃষ্ণা তিথি, রায়ান তাজ, ত্রিনিয়া হাসান, প্রমি তাজ, নিপা জামান, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল, কামরুল ইসলাম, মিতু মাহমুদ, বাউল ফখরুল, অনিক রাজ এবং প্রেমা রহমান। বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।
Posted ১২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh